গোমতী জেলার অধীন করবুক সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন করবুক বাজারে ৩১ মে বিশ্ব তামাক মুক্ত দিবস অনুষ্ঠিত হয় । তাতে করবুক হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাঃ ধনমণি ত্রিপুরা সহ স্বাস্থ্যকর্মী ও গণ্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন । এই অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে মানুষের দেহে তামাকের ক্ষতিকারক প্রভাব সিওপিটি অ্যাক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেন । উক্ত অনুষ্ঠানে এলাকার দুই শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন । এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় উক্ত অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করেন স্বাস্থ্যকেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার , এমপিডব্লিও ও এলাকার আশাকর্মীরা । তাছাড়াও করবুক সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে গত ১ জুন বিভিন্ন উপস্বাস্থ্যকেন্দ্রে মা ও শিশুদের টিকাকরণ অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে করবুক মহকুমার ৬৪ জন মা ও শিশুকে টিকা দেওয়া হয়েছে । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে



