জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া আজ উত্তর মহারাণীতে প্রস্তাবিত একলব্য আবাসিক বিদ্যালয়ের জমি পরিদর্শন করেন তাছাড়াও জনজাতি কল্যাণ মন্ত্রী এদিন তেলিয়ামুড়া ব্লকের করবং এলাকার জনজাতি পরিবারদের সাথে মতবিনিময় করেন । এই এলাকার পানীয়জল , আবাস যোজনা ও রূপায়িত বিভিন্ন উন্নয়ন কর্মসূচির খোঁজ খবর নেন । এরপর জনজাতি কল্যাণ মন্ত্রী তেলিয়ামুড়া ব্লকে ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সাথে ব্লকের উন্নয়ন কর্মসূচি নিয়ে মতবিনিময় করেন । পরিদর্শনের সময় জনজাতি কল্যাণ মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিধায়ক অতুল দেববর্মা , বিধায়ক পিনাকী দাস চৌধুরী , তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস , ভাইস চেয়ারম্যান অপু গোপ , মুঙ্গিয়াকামী বিএসি’র চেয়ারম্যান সুনীল দেববর্মা , মহকুমা শাসক মহম্মদ সাজাদ পি ও জেলা জনজাতি কল্যাণ আধিকারিক এন এস চাকমা প্রমুখ ৷



