প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণ প্রকল্পে পুরাতন আগরতলা ব্লকের রাধাকিশোরনগর গ্রামপঞ্চায়েতে গত অর্থবছরে ১৬০ টি পরিবারকে পাকা আবাস নির্মাণের মঞ্জুরী দেওয়া হয়েছে । প্রতিটি আবাস নির্মাণে বায় হবে ১ লক্ষ ৩০ হাজার টাকা এই গ্রামপঞ্চায়েতে পঞ্চদশ অর্থকমিশনের বরাদ্দ অর্থে একটি ব্রিক সলিং রাস্তা নির্মাণ করা হয়েছে । এজন্য ব্যয় হয়েছে ৩ লক্ষ ৩৭ হাজার ৬০৩ টাকা তাছাড়াও গ্রামপঞ্চায়েতে জল নিষ্কাশনের জন্য একটি পাকা নালা নির্মাণ করা হয়েছে । এজন্য ব্যয় করা হয়েছে ৪ লক্ষ ৭১ হাজার ২০৪ টাকা । গ্রামপঞ্চায়েতে টি পরিবারকে স্বচ্ছভারত মিশন- গ্রামীণ প্রকল্পে বিজ্ঞানসম্মত শৌচালয় নির্মাণ করে দেওয়া হয়েছে । রাধাকিশোরনগর গ্রামপঞ্চায়েত কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।