Friday, August 8, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদআমার ভোট - আমার ভবিষ্যত

আমার ভোট – আমার ভবিষ্যত

বিশালগড়ে সাইকেল র‍্যালি ভোটারদের সচেতন করতে বিশালগড় মহকুমায় আজ বিদ্যালয়রের ছাত্রছাত্রীদের নিয়ে এক সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয় । ‘ আমার ভোট আমার ভবিষ্যত- একটি ভোটের অনেক শক্তি ‘ এই কর্মসুচিতে বিশালগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে এই সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয় । সাইকেল র‍্যালিটি বিশালগড় মহকুমা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ১০ কিলোমিটার পরিক্রমা করে পুনরায় মহকুমা প্রশাসন কার্যালয়ে এসে সমাপ্ত হয় সাইকেল র‍্যালিতে ৮০ জন ছাত্র ও ২০ জন ছাত্রী অংশগ্রহণ করে । সাইকেল র‍্যালিতে ছাত্রদের মধ্যে প্রথম , দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে উজ্জ্বল সাহা , ভিকি সাহা ও রূপন দে । ছাত্রীদের মধ্যে প্রথম , দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে নন্দিতা সাহা , শারমিন আক্তার ও রূপা বেগম

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য