Friday, August 8, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদম্যালেরিয়া জলবাহিত রোগ নিয়ন্ত্রণে মুঙ্গিয়াকামিতে কর্মসূচি

ম্যালেরিয়া জলবাহিত রোগ নিয়ন্ত্রণে মুঙ্গিয়াকামিতে কর্মসূচি

ম্যালেরিয়া ও জলবাহিত রোগ নিয়ন্ত্রণে খোয়াই জেলার মুন্সিয়াকামি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত হলুদিয়া উপস্বাস্থ্যকেন্দ্র এলাকার ম্যালেরিয়া প্রবণ অঞ্চল কৃপাচরণ পাড়া এবং নিরঞ্জন পাড়ায় গত ৩০ মে ম্যালেরিয়া শনাক্তকরণের লক্ষ্যে ম্যালেরিয়া মাস স্ক্রিনিং কর্মসূচি অনুষ্ঠিত হয় । তাতে ম্যালেরিয়া শনাক্তকরণে মোট ২৫৭ জনের ব্লাড স্লাইড কালেকশন ও আরডিটি কিট দ্বারা রক্ত পরীক্ষা করা হয় । এর মধ্যে জ্বরে রোগী ছিল সাতজন তাতে দুইজনের সেহে ম্যালেরিয়া প্যারাসাইট পাওয়া যায় তাঁদের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ বিনামূলো প্রদান করা হয় ও খাবার নিয়মাবলী সম্পর্কে বুঝিয়ে দেওয়া হয় । এই কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীরা ম্যালেরিয়া প্রতিরোধে সবাইকে নিয়মিত মশারি ব্যবহার করা ঘরের ভেতর ডিডিটি স্প্রে করা বাড়িঘরের আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বর হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে রক্ত পরীক্ষা করা তলবাহিত রোগ , বিভিন্ন ধরনের সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ শিশুদের নিয়মিত টিকাকরণের উপকারিতা গর্ভবতী মায়েদের আয়রন ফলিক অ্যাসিড টেবলেট খাওয়ার গুরুত্ব , ডেঙ্গু , ম্যালেরিয়া , ডায়ারিয়া এবং কোভিড -১৯ প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমপিএস প্রশান্ত সিংহ রায় , এমপিডব্লিও শুভম সে , দেবব্রত পাল আশাফেসিলিটেটর অঘোরমালা দেববর্মা , আশাকর্মী গীতা রাণী দেববর্মা পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে । *

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 + 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য