মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন হাজারা পাড়া হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে গতকাল বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন করা হয় । এ উপলক্ষ্যে তামাক নিয়ন্ত্রণে সিওপিটিএ আইন সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন কমিউনিটি হেলথ অফিগার লালরুপুই হালাম । তাছাড়া তামাক সেবনের ফলে বিভিন্ন ধরনের ক্যান্সার , শ্বাসকষ্ট , হৃদরোগ , অন্ধত্ব প্রজনন ও গর্ভধারনের সমস্যা ইত্যাদি সহ মানুষের দেহে কুপ্রভাব ও ক্ষতিকারক দিকগুলি নিয়ে সচেতনতামূলক আলোচন করা হয় এবং এধরনের সমস্যা এড়াতে তামাক জাতীয় দ্রব্য বর্জনের জন্য সকলকে পরামর্শ প্রদান করা হয় । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে । *