তেলিয়ামুড়া টাউনহলে আজ মহকুমার মহিলা স্বসহায়ক দলের সদস্যাদের স্বনির্ভর করে তুলতে একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় । প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন । বিধানসভার সরকারি মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী রায় । প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করে শ্রীমতি রায় বলেন , রাজ্যে নারী স্বশক্তিকরণের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে । মহিলাদের স্বনির্ভর করে তুলতে পারলেই সরকারের এই প্রচেষ্টা সফল হবে । তিনি বলেন , মহিলা স্বসহায়ক দলগুলির সদস্যাদের স্বনির্ভর করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে । প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারপার্সন রূপক সরকার , মহকুমা শাসক মহম্মদ সাজাদ পি , পুরপরিষদের উপকার্যনির্বাহী আধিকারিক শীর্ষেন্দু দেববর্মা প্রমুখ । উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন মধুসূদন রায় শিবিরে মহকুমার ১৫৯ টি মহিলা স্বসহায়ক দলের সদস্যারা অংশ নেন