Saturday, August 9, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়ায় মহিলা স্বসহায়ক দলের সদস্যাদের প্রশিক্ষণ

তেলিয়ামুড়ায় মহিলা স্বসহায়ক দলের সদস্যাদের প্রশিক্ষণ

তেলিয়ামুড়া টাউনহলে আজ মহকুমার মহিলা স্বসহায়ক দলের সদস্যাদের স্বনির্ভর করে তুলতে একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় । প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন । বিধানসভার সরকারি মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী রায় । প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করে শ্রীমতি রায় বলেন , রাজ্যে নারী স্বশক্তিকরণের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে । মহিলাদের স্বনির্ভর করে তুলতে পারলেই সরকারের এই প্রচেষ্টা সফল হবে । তিনি বলেন , মহিলা স্বসহায়ক দলগুলির সদস্যাদের স্বনির্ভর করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে । প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারপার্সন রূপক সরকার , মহকুমা শাসক মহম্মদ সাজাদ পি , পুরপরিষদের উপকার্যনির্বাহী আধিকারিক শীর্ষেন্দু দেববর্মা প্রমুখ । উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন মধুসূদন রায় শিবিরে মহকুমার ১৫৯ টি মহিলা স্বসহায়ক দলের সদস্যারা অংশ নেন

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য