Saturday, March 15, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদরাজ্যের ৪ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী ২৩ জুন

রাজ্যের ৪ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী ২৩ জুন

রাজ্যের ৪ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী ২৩ জুন , ২০২২ অনুষ্ঠিত হবে । সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে এই সংবাদ জানিয়েছেন । রাজ্যের ৪ টি বিধানসভা কেন্দ্রের ভোটের নির্ঘন্ট জানাতে গিয়ে সিইও জানান , আগামী ৩০ মে , ২০২২ তারিখ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে । ঐদিন থেকেই মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে । মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ৬ জুন , ২০২২। মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে ৭ জুন , ২০২২। মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন ৯ জুন , ২০২২। ভোটগ্রহণ করা হবে ২৩ জুন , ২০২২। ভোটগ্রহণ করা হবে ইভিএম এবং ভিভি প্যাট ব্যবহারের মাধ্যমে । ভোটের ফলাফল ঘোষণা করা হবে ২৬ জুন , ২০২২। নির্বাচন প্রক্রিয়া শেষ হবে ২৮ জুন , ২০২২ তারিখে । মুখ্য নির্বাচন আধিকারিক সাংবাদিক সম্মেলনে জানান , রাজ্যের যে ৪ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে সেগুলি হল- ৬ – আগরতলা , ৮ – টাউন বড়দোয়ালী , ৪৬ সুরমা ( এসসি সংরক্ষিত ) এবং ৫৭ – যুবরাজনগর । এই ৪ টি কেন্দ্রের মধ্যে ৬ – আগরতলা ও ৮ – টাউন বড়দোয়ালী কেন্দ্রের বিধায়কদ্বয় পদত্যাগ করার ফলে , ৪৬ – সুরমা ( এসসি ) কেন্দ্রের বিধায়ক পদ বাতিল করার ফলে এবং ৫৭ – যুবরাজনগর কেন্দ্রের বিধায়ক প্রয়াত হওয়ার ফলে বিধানসভার আসনগুলি শূন্য হয়ে পড়েছিল । মুখ্য নির্বাচন আধিকারিক আরও জানান , ভোটগ্রহণ করা হবে ১ জানুয়ারি , ২০২২ তারিখে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী । চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ২৭ লক্ষ ৩৫ হাজার ৫৪৬। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৩ লক্ষ ৮১ হাজার ৬৯৩ জন , মহিলা ভোটারের সংখ্যা ১৩ লক্ষ ৫৩ হাজার ৮১৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩৫ জন । তিনি জানান , যে ৪ টি কেন্দ্রে উপনির্বাচন হবে সেখানে মোট ভোটার রয়েছেন লক্ষ ৮৮ হাজার ৮৫৪ জন । এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯৩ হাজার ৫৬৭ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৯৫ হাজার ২৮৩ জন । ৬ – আগরতলা নির্বাচনী ক্ষেত্রের মোট ভোটার সংখ্যা ৫১ হাজার ৬৩৯ জন । এরমধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৩৪৪ জন এবং মহিলা ভোটার ২৬ হাজার ২৯১ জন । ৮ – টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪৬ হাজার ৫৮৩ জন । এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২২ হাজার ২১০ জন এবং মহিলা ভোটার রয়েছেন ২৪ হাজার ৩৭৩ জন । ৪৬ – সুরমা ( এসসি ) বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪৭ হাজার ২৫৯ জন । এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২৪ হাজার ৪৯ জন এবং মহিলা ভোটার রয়েছেন ২৩ হাজার ২১০ জন । ৫৭ – যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪৩,৩৭৩ জন । এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২১ হাজার ৯৬৪ জন এবং মহিলা ভোটার রয়েছেন ২১ হাজার ৪০৯ জন । ৪ টি কেন্দ্রে মোট ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ২২১ টি । এই ভোটগ্রহন কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণে পানীয়জল , বিদ্যুৎ , শৌচালয় সহ বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে । ২ য় পাতায় মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে আরও জানান , ৪ টি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করার সঙ্গে সঙ্গেই নির্বাচনী আচরণবিধি লাঘু হয়ে গেছে । এরমধ্যে ৪৬ – সুরমা বিধানসভা কেন্দ্রের জন্য সমগ্র ধলাই জেলা এবং ৫৭ – যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের জন্য সমগ্র উত্তর ত্রিপুরা জেলায় নির্বাচনী আচরণ বিধি কার্যকর হবে । এছাড়া ৬ – আগরতলা এবং ৮ – টাউন বড়দোয়ালী কেন্দ্রের জন্য শুধুমাত্র ঐ দুটি কেন্দ্রেই নির্বাচনী আচরণ বিধি কার্যকর থাকবে । তিনি জানান , নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজ্য নির্বাচন কমিশন ৪ জন রিটার্নিং অফিসার এবং ৪ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার নিয়োগ করেছে । এরমধ্যে ৬ – আগরতলা কেন্দ্রে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন আগরতলা পুর নিগমের কমিশনার , ৮ – টাউন বড়দোয়ালী কেন্দ্রে রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন সদর মহকুমার মহকুমা শাসক , ৪৬ সুরমা ( এসসি ) কেন্দ্রে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে কমলপুর মহকুমার মহকুমা শাসককে এবং ৫৭ – যুবরাজনগর কেন্দ্রের রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন ধর্মনগর মহকুমার মহকুমা শাসক । মুখ্য নির্বাচন আধিকারিক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান , অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তা সহ বিভিন্ন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । ভোটগ্রহণ কেন্দ্রে সিসি টিভি কভারেজ এবং ওয়েব কাস্টিং – এর ব্যবস্থাও রাখা হবে । ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে রাজ্য নির্বাচন কমিশন আগামীকাল রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে সভা করবে বলেও তিনি সাংবাদিক সম্মেলনে জানান ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য