কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক এবং অসামরিক বিমান পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী জেনারেল ড . ভি কে সিং ( অবসরপ্রাপ্ত ) লংতরাইভ্যালী মহকুমার মনু ব্লকের ময়নামার মাধবচন্দ্র পাড়াতে মাধবচন্দ্র উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ রেবর্তী ত্রিপুরা , বিধায়ক শম্ভুলাল চাকমা , স্বশাসিত জেলা পরিষদের সদস্য সঞ্জয় দাস ও ধলাই জেলার জেলাশাসক গোভেকর ময়ূর রতিলাল । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক দপ্তরের প্রতিমন্ত্রী ড . সিং বিভিন্ন ক্ষেত্রে রাজ্যে যেসব উন্নয়নমূলক কার্যকলাপ চলছে তা তুলে ধরেন । বিশেষ করে গ্রামীণ এলাকায় পরিকাঠামো উন্নয়ন , শিক্ষা , স্বাস্থ্য ও যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রের উন্নয়নের কথা তিনি উল্লেখ করেন । তিনি বলেন , বর্তমান সরকারের মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রশাসন ও সাধারন মানুষের মধ্যে যোগসূত্র স্থাপন ও গ্রামীণ এলাকার মানুষের সার্বিক উন্নয়ন । ধলাই জেলায় শীঘ্রই একটি নতুন মেডিক্যাল কলেজের কাজ শুরু হবে বলেও তিনি আশা প্রকাশ করেন । অনুষ্ঠানে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন , ব্যক্তি , পরিবার তথা সমাজের উন্নয়নের স্বার্থে শিশুদের বিশেষ করে গ্রামীণ এলাকার শিশুদের জন্য গুণগত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা খুবই দরকার । মাধব চন্দ্র উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের এস এম সি চেয়ারম্যান ভুজরঞ্জন চাকমা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন । উল্লেখ্য , এই নতুন বিদ্যালয় ভবন নির্মাণ করা হবে আরআইডিএফ থেকে । এজন্য ৮.৬৭ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে । ৮২০.৭৫ বর্গ মিটার এলাকায় নির্মিয়মান এই বিল্ডিং – এ থাকবে ২২ টি ক্লাসরুম , ৩ টি সায়েন্স ল্যাবরেটরি , ২ টি প্রশাসনিক ব্লক ও ১ টি লাইব্রেরি । তাছাড়া , আজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড . সিং জাতীয় ৮ ( এ ) এর নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট আধিকারিক ও শ্রমিকদের সাথে এব্যাপারে কথা বলেন । তিনি মনুঘাট সামাজিক স্বাস্থ্যকেন্দ্রও পরিদর্শন করেন এবং সেখানে স্বাস্থ্য পরিষেবার খোজ খবর নেন ।



