টানা কিছুদিনের কালবৈশাখীর তাণ্ডবে পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকার বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত। জানা যায়, এলাকার বিদ্যুৎ ব্যবস্থার স্বাভাবিক করার জন্য এলাকার মানুষজন তেলিয়ামুড়া স্থিত বিদ্যুৎ অফিসে বারবার জানালেও নিগম কর্তৃপক্ষ কোনো এক অজ্ঞাত কারণে এলাকার বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করছে না। ফলে বিগত তিনদিন ধরে বিদ্যুৎ ব্যবস্থা সঠিক না থাকায় দুর্ভোগ পোহাতে পশ্চিম হাওয়াইবাড়ি এলাকার মানুষজনদের। অভিযোগ, তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরে বার বার ফোন করা হলেও বিদ্যুৎকর্মীরা ফোনের কোন সাড়া দেওয়ার প্রয়োজন টুকু বোধ করেনি। ফলে এলাকার সাধারণ মানুষজন -দের বিদ্যুৎ সমস্যা দিন দিন চরম আকার ধারণ করছে। এখন স্থানীয় এলাকাবাসীর দাবি অতিদ্রুত যাতে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তর হাওয়াই বাড়ি এলাকার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। এখন এটাই দেখার বিষয় কবে নাগাদ পশ্চিম হাওয়াই বাড়ি এলাকার বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য টনক নড়ে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরে।।।



