গত কয়েকদিনের টানাবর্ষনে তেলিয়ামুড়ায় কৃষকের মাথায় বজ্রাঘাত। সংবাদে প্রকাশ থাকে যে অবিরাম বৃষ্টিতে জগন্নাথ বাড়ি পঞ্চায়েতের তৃষাবারি এলাকার সব্জি এবং ধানীক্ষেত জলের তলে। এতে অধিকাংশ কৃষকই ক্ষতির সম্মুখীন হয়ে পরে। তেলিয়ামুড়া মহকুমা কৃষি তত্বাবধায়ক জলমগ্ন এলাকগুলো পরিদর্শনে যাওয়ার প্রয়োজন মনে করেননি এমনটাই অভিযোগ এলাকাবাসীর । এমতাবস্থায় জীবিকার টানে এলাকার কৃষকরা দিশেহার। এদিকে বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখিন কৃষকরা ভেবে পাচ্ছেনা তাদের আগামী দিনে সংসার প্রতিপালন কিভাবে করবে এবং ভবিষ্যৎ কি !



