সকালে হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক বাদল চৌধুরীকে দেখতে যান । হাসপাতালের আইসিইউ – তে ভর্তি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন ও প্রয়োজনীয় নির্দেশ দেন । পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা : সাহা বলেন , প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাঁর সঙ্গে দেখা করতে আসি । আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি । চিকিৎসকরা জানিয়েছেন ভয়ের কিছু নেই । আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন । এরপর মুখ্যমন্ত্রী ত্রিপুরা মেডিক্যাল কলেজ ও ড . বি আর আম্বেদকর টিচিং হাসপাতালের ডেন্টাল সার্জারি বিভাগ এবং মেডিক্যাল সুপারের অফিস পরিদর্শন করেন । হাসপাতালের চিকিৎসা পরিষেবার গুণগতমান আরও কিভাবে বাড়ানো যেতে পারে সে বিষয়ে মুখ্যমন্ত্রী ডা : সাহা হাসপাতালের মেডিক্যাল সুপার ডা : জয়ন্ত কুমার পোদ্দারের সঙ্গে আলোচনা করেন ।



