Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদকমলপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে ও বিভিন্ন প্রকল্পে সুবিধাভোগীদের সাথে প্রাক্তন মুখ্যমন্ত্রীর...

কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে ও বিভিন্ন প্রকল্পে সুবিধাভোগীদের সাথে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতবিনিময়

কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের বিমল সিংহ সভাগৃহে আজ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব । মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ও খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব , ধলাই জেলার জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল , উচ্চশিক্ষা অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা , মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড . দীপঙ্কর চক্রবর্তী প্রমুখ । তাছাড়া মতবিনিময় অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অধ্যাপক অধ্যাপিকাগণ উপস্থিত ছিলেন । মতবিনিময় অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব ছাত্রছাত্রীদের কাছে বিদ্যাজ্যোতি প্রকল্পের বিষয় তুলে ধরেন । তিনি বলেন , রাজ্যে গুণগত শিক্ষা সম্প্রসারণে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে । তার সুফল পাচ্ছে ছাত্রছাত্রীরা । তাছাড়াও ছাত্রছাত্রীদের কল্যাণে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে । প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বলেন , নারী স্বশক্তিকরণে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা য়েছে । সরকারের লক্ষ্য হল নারীদের স্বনির্ভর করে তোলা । মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন , রাজ্যে শিক্ষার পরিকাঠামো উন্নয়ন ও গুণগত শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে । তিনি ছাত্রছাত্রীদের সামনে সরকারের গৃহীত বিভিন্ন শিক্ষা সংক্রান্ত কর্মসূচির কথা তুলে ধরেন । এরপর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব , শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ও খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব রোবাস্ট পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে মতবিনিময় করেন । পরে তারা রোবাস্ট ক্লাবও পরিদর্শন করেন । সেখানে ক্লাবের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয় । এরপর কমলপুর টাউনহলে অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ , পিএম কিষাণ প্রকল্পে সুবিধাভোগীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এই মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ , খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব উপস্থিত ছিলেন । এই মতবিনিময় অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব সুবিধাভোগীদের সাথে সরাসরি কথা বলেন । তিনি বলেন , রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয়জলের সুযোগ পৌঁছে দিতে বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় এসেই অটল জলধারা মিশনের সূচনা করে । ২০১৯ – এ এই মিশনটি কেন্দ্রীয় প্রকল্প জল জীবন মিশনের সাথে মিশে যায় । তিনি বলেন , বর্তমান সরকারের লক্ষ্য রাজ্যের প্রান্তিক মানুষের জীবনযাত্রার উন্নয়ন । এই লক্ষ্যেই সরকার কাজ করছে । ত্রিপুরাকে আত্মনির্ভর রাজ্য হিসেবে গড়ে তুলতে বর্তমান রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে তাতে সাড়া পাওয়া যাচ্ছে । রাজ্যের বিভিন্ন প্রান্তে বাঁশজাত সামগ্রী তৈরির মাধ্যমে অনেকেই স্বনির্ভর হয়ে উঠছেন । ত্রিপুরায় উৎপাদিত ক্যুইন প্রজাতির আনারস দেশ বিদেশে রপ্তানি হচ্ছে । কৃষকদের কাছ থেকে সহায়কমূল্যে ধান ক্রয় করা হচ্ছে । মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ও খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেবও আলোচনা করেন । তারা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির তথ্য তুলে ধরেন । এই মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন প্রশান্ত সিনহা ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 + ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য