Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবক্সনগর ব্লকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সাথে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মতবিনিময়

বক্সনগর ব্লকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সাথে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মতবিনিময়

কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং গ্রামোন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে গতকাল প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণ ও প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের বিষয়ে বক্সনগর ব্লকের সুবিধাভোগীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । বক্সনগর কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক । অনুষ্ঠানে তিনি বলেন , বক্সনগর ব্লক এলাকায় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধিতে ৩ হাজার ৩৫৩ জন কৃষক সহায়তা পাচ্ছেন । জলজীবন মিশনের আওতায় রাজ্যের ৩ লক্ষ ৮৪ হাজার পরিবারকে পানীয়জলের সংযোগ পৌছে দেওয়া হয়েছে । আগামী দুর্গাপূজার আগেই সামাজিক ভাতা ২ হাজার টাকা করে দেওয়া হবে । তিনি বলেন , ব্লকের ৫ হাজার ৫২৭ টি পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণ প্রকল্পে আবাস দেওয়া হয়েছে । অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন , সমাজের সকল মানুষের কাছে সরকারি সকল সুবিধাগুলি পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে । রাজ্যের অধিকাংশ কৃষক পূর্বে আর্থিক প্রতিকূলতার কারণে কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন । কিন্তু বর্তমান রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ প্রচেষ্টায় গত ৪ বছরের মধ্যে রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা সম্ভবপর হয়েছে । এছাড়াও তিনি বলেন , এখন পর্যন্ত বক্সনগর ব্লক এলাকা থেকে ১ হাজার ৩৪ মেট্রিকটন ধান কৃষকদের কাছ থেকে সহায়কমূল্যে ক্রয় করা হয়েছে । স্বাগত ভাষণ দেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা নবোজিৎ চাকমা । এছাড়াও উপস্থিত ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার , সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি , সোনামুড়া মহকুমা শাসক রতন ভৌমিক , বিশিষ্ট সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য প্রমুখ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen + 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য