Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদসূরা পিপাসু এক চিকিৎসকের দেখা মিলল তেলিয়ামুড়ায়

সূরা পিপাসু এক চিকিৎসকের দেখা মিলল তেলিয়ামুড়ায়

ভুয়া চিকিৎসকের পর। এবার, সূরা পিপাসু এক চিকিৎসকের দেখা মিলল তেলিয়ামুড়ায়। সুরাপান করে নিজ কর্তব্য পালন করতে যাওয়া এক ডাক্তারবাবুর দেখা মিলল তেলিয়ামুড়া থানাধীন খাসিয়ামঙ্গল এলাকায় তেলিয়ামুড়া-অম্পী সড়কে বৃহস্পতিবার রাতে। ওই সুরা পিপাসু চিকিৎসকের নাম ভিক্টর দেব। মদমত্ত ওই চিকিৎসক অম্পী হাসপাতালে কর্তব্যরত রয়েছে। জানা যায়, অম্পী হাসপাতালের কর্তব্যরত ওই চিকিৎসক ভিক্টর দেব সুরার নেশায় বুঁদ হয়ে বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া থেকে অম্পী হাসপাতালে নিজ কর্তব্য পালনের জন্য নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু আকণ্ঠ সূরার নেশায় বুঁদ গাড়ি চালানোর কারণে ডাক্তারবাবু গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে তেলিয়ামুড়া-অম্পী সড়কের খাসিয়ামঙ্গল এলাকায় রাস্তার পাশে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তেলিয়ামুড়া থানার পুলিশ বৃহস্পতিবার রাতের সুরার নেশায় বুঁদ থাকা ওই চিকিৎসক -কে আটক করেনি। সূত্রের খবর, ডাক্তার বাবু সঙ্গে পুলিশ বাবুদের একটি মোটা অংকের রফার কারণেই কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তেলিয়ামুড়া থানা থেকে যাওয়া ওই পুলিশ বাবুরা।ওই চিকিৎসক বাবুর সঙ্গে কথোপকথনে সে জানায়, তিনি নাকি তেলিয়ামুড়া থেকে আকণ্ঠ সুরাপান করে, তারপর নিজে গাড়ি চালিয়ে শুক্রবার সকালে অম্পী হাসপাতালে নিজ কর্তব্য পালনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। আকণ্ঠ সুরাপানের ফলে সুরার নেশায় বুদ হয়ে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। জানা যায়, ওই চিকিৎসক নাকি শুক্রবার সকাল থেকে অম্পী হাসপাতালে ডিউটিরত অবস্থায় থাকবেন। আর এই উদ্দেশ্যেই ওই চিকিৎসক ভিক্টর দেব তেলিয়ামুড়া থেকে যাচ্ছিলেন অম্পী হাসপাতালের উদ্দেশ্যে।এখন সমাজের সচেতন মহল জুড়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে,, ওই চিকিৎসক বাবু যদি পরদিন সুরার নেশায় বুঁদ হয়ে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করেন, তাহলে ঘটে যাবে না তো বড়সড় কোন অঘটন। তাছাড়া মদমত্ত অবস্থায় ডাক্তারবাবু গাড়ি চালানোর কারণে ঘটে যেতে পারত বড় কোন দুর্ঘটনা, কেড়ে নিতে পারত যে কোনো পথচারীর প্রাণ। এখন এটাই দেখার বিষয় ওই সুরা পিপাসু চিকিৎসক ভিক্টর দেবের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে দপ্তর।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য