মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডাঃ ) মানিক সাহা রাজ্যের জনগণের স্বার্থে গৃহীত উন্নয়নমূলক কাজকর্ম সমূহ দ্রুত শেষ করতে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন । তিনি বলেন , রাজ্য সরকারের গৃহীত সিদ্ধান্ত ও কর্মসূচিগুলি রূপায়নে সকলস্তরের কর্মচারিদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন । দায়িত্ব নেবার পর মুখ্যমন্ত্রী মহাকরণের কনফারেন্স হলে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকদের সাথে প্রথম বৈঠকে মিলিত হন । বৈঠকের শুরুতে মুখ্যসচিব কুমার অলক মুখ্যমন্ত্রীকে পুস্পস্তবক দিয়ে স্বাগত জানান । বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ প্রতিটি দপ্তরের কাজকর্ম , চলমান উন্নয়নমূলক প্রকল্প সমূহ এবং দপ্তরের পরবর্তী কর্মসূচিগুলি তুলে ধরেন । প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্যের সাথে বহির্রাজ্যের রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান অব্যাহত রাখতে পরিবহণ দপ্তর ও খাদ্য দপ্তরকে নিয়মিত নজরদারী রাখতে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন । এছাড়াও মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন । আজকের বৈঠকে মুখ্যসচিব কুমার অলক ছাড়াও প্রধান সচিব এল এইচ ডারলং , বি কে সাহু , শিল্প ও তথ্য দপ্তরের সচিব পি কে গোয়েল সহ অন্যান্য দপ্তরের সচিবগণ , অতিরিক্ত সচিবগণ উপস্থিত ছিলেন ।



