Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদআত্মীয়-পরিজন না থাকায় চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত

আত্মীয়-পরিজন না থাকায় চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত

জীবন সায়াহ্নে এসে জৈনক এক অসুস্থ বৃদ্ধ আত্মীয় পরিজন থেকে শুরু করে সমাজ ব্যাবস্থার লোকজন থেকে কেবল তিরস্কৃত। এমনকি ওই বৃদ্ধ অসুস্থ ব্যাক্তির সঙ্গে কোন পরিবার পরিজন না থাকার কারণে চিকিৎসা পরিষেবাও থেকেও বঞ্চিত তিনি। যা বিজ্ঞান যুগের সভ্য সমাজ ব্যাবস্থা অনেকটা বেমানানের মতো। কিন্তু এটাই বাস্তব। তবে সহৃদয়বান একটি গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধানের সহায়তায় অবশেষে ওই বিতাড়িত অসুস্থ বৃদ্ধের চিকিৎসা শুরু হলো তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। যদিও ঘটনাটি হৃদয় বিদারক। জানা যায়,কল্যাণপুর থানা এলাকার দাউছড়া এলাকার বাসিন্দা বৃদ্ধ সুরেন্দ্র বর্মা গত কিছুদিন যাবত শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন। তিনি চিকিৎসার পরিসেবা নেওয়ার জন্য প্রাথমিকভাবে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এসেছিলেন। কিন্তু উনার সঙ্গে কোন আত্মীয় পরিজন না থাকার কারণে মহকুমা হাসপাতাল থেকে বিতাড়িত হন। পরবর্তী সময় ওই অসুস্থ বৃদ্ধ জিবি হাসপাতালেও চান চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস জিবি হাসপাতাল থেকেও তিনি বিতাড়িত হন চিকিৎসা পরিসেবা না পেয়ে।পরবর্তী সময় ওই অসুস্থ অসহায় বৃদ্ধ সুরেন্দ্র বর্মা ফের তেলিয়ামুড়া করইলং স্থিত চৌদ্দঘাট এলাকায় তার এক নিকট আত্মীয়ের বাড়িতে আসেন। কিন্তু সেখানেও তিনি বিতাড়িত। উনার জরাজীর্ণ অবস্থা প্রত্যক্ষ করে তার নিকট আত্মীয় পরিজনেরা বাড়িতেই প্রবেশ করতে দেয়নি।পরে অসুস্থ বৃদ্ধ সুরেন্দ্র বর্মা ওই আত্মীয়র বাড়ির পাশের জঙ্গলে পড়ে থাকে। এই খবর বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান খবর পেয়ে দমকল কর্মীদের ঘটনাটি সম্পর্কে অবগত করেন। পরবর্তী সময়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অসুস্থ বৃদ্ধকে জঙ্গল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। তৎক্ষণাৎ বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান নির্মল সূত্রধর হাসপাতালে ছুটে গিয়ে এবং কয়েকজন সাংবাদিকের প্রচেষ্টায় ওই অসুস্থ অসহায় বৃদ্ধের অর্থাৎ সুরেন্দ্র বর্মার চিকিৎসা পরিষেবা শুরু হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তবে জীবন সায়াহ্নে এসে এত যন্ত্রণা সহ্য করতে হবে এটা মূলত জানা ছিল না সুরেন্দ্র বর্মার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য