রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন । তিনি রাজ্যবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করেন । এক শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল বলেন , ‘ বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ ধর্মের মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব । ভগবান বুদ্ধের জন্মদিবস হিসাবে বৈশাখী পূর্ণিমা দিনটি পালন করা হয় । ভগবান বুদ্ধ সমস্ত বিশ্বকে মানবতা , অহিংসা এবং সেবার বার্তা দিয়েছেন । ভগবান বুদ্ধের প্রদর্শিত পথে চালিত হয়ে মানব জীবনকে কল্যাণকারী বানানো সম্ভব । বর্তমান আধুনিক যুগেও ভগবান বুদ্ধের প্রেম ও করুণার বার্তা প্রাসঙ্গিক ।



