একই দিনে পরপর দুইটি যান দুর্ঘটনায় গুরুতর আহত দুজন স্কুটি চালক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন অম্পি চৌমুহনী এবং করইলং এলাকায় শুক্রবার দুপুরে। জানা যায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন অম্পি চৌহমুনী এলাকায়। তেলিয়ামুড়া থেকে স্কুটি নিয়ে জনৈক এক ব্যক্তি তেলিয়ামুড়া থেকে বাড়ি যাচ্ছিল। পিছন দিক থেকে বলেরো পিকআপ গাড়ি স্কুটির পেছনে সজোরে ধাক্কা দেয়। তাতে স্কুটিতে থাকা সে ব্যক্তি রাস্তায় লুটিয়ে পড়ে। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের। দমকলকর্মীরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় সেই ব্যক্তিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। অপর দুর্ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায় শুক্রবার দুপুরে। তেলিয়ামুড়া থানাধীন কুকি বস্তি এলাকার বাসিন্দা যশি কুকি নিজ বাড়ি থেকে তেলিয়ামুড়া থেকে আসার পথে করইলং এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে রেখে প্রাকৃতিক কাজ করতে গিয়ে TR06 2778 নম্বরের অটো গাড়ি বাঁক নিতে গিয়ে যশি কুকিকে ধাক্কা দেয়। যশি কুকি এই অটো গাড়ির ধাক্কায় জাতীয় সড়কের মধ্যে ছিটকে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের খবরটি তেলিয়ামুড়া দমকল কর্মীদের। দমকলকর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বিগত কয়েকদিন পূর্বে ওই এলাকায় তথা করইলং স্থিত খোয়াই চৌমুনী এলাকায় ট্রাফিক ব্যবস্থা উন্নত করার জন্য তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিট এর নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছিল স্থানীয় একটি ক্লাবের পক্ষ থেকে। তারপরেও ওই এলাকায় সঠিক ট্রাফিক ব্যবস্থা করণে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তেলিয়ামুড়া ট্রাফিক বিভাগ।।



