Saturday, January 31, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়ার আপদা মিত্রের জাতীয় সম্মান

তেলিয়ামুড়ার আপদা মিত্রের জাতীয় সম্মান

গোপেশ রায়, তেলিয়ামুড়া

ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার আপদা মিত্র স্বেচ্ছাসেবক শ্রী ফলক দেবনাথ আবারও প্রমাণ করলেন যে নিঃস্বার্থ জনসেবা ও সাহসিকতা শুধু মানুষের জীবন রক্ষা করে না, বরং রাজ্যের মর্যাদাও বাড়ায়। ২০২৪ সালের বিধ্বংসী বন্যায় তাঁর সাহসী উদ্যোগ ও মানবিক তৎপরতার স্বীকৃতিস্বরূপ তিনি ভারতের মাননীয় রাষ্ট্রপতির বিশেষ আমন্ত্রণে সম্মানিত হন।
জাতীয় সম্মানের অংশ হিসেবে শ্রী দেবনাথ ২৬ জানুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৭৭তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন এবং রাষ্ট্রপতির সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেন। দুর্যোগ মোকাবিলা ও জনসেবায় তাঁর অবদানের জন্য তিনি সরকারি প্রশংসাপত্রে ভূষিত হন।
বন্যার সময় তিনি জীবন ঝুঁকি নিয়ে উদ্ধারকাজে অংশ নেন, দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান। তাঁর এই আত্মত্যাগ আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের মানবিক চেতনা ও দায়িত্ববোধের উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে ১৮ বছর বা তার বেশি বয়সী যুবক-যুবতীদের সিভিল ডিফেন্স আপদা মিত্রে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। শীঘ্রই তেলিয়ামুড়ায় আগ্রহী যুবকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
শ্রী দেবনাথ জানান, চলতি বছরে ত্রিপুরা থেকে মোট ৬ জন আপদা মিত্র স্বেচ্ছাসেবক এই মর্যাদাপূর্ণ সুযোগ লাভ করেছেন। এটি রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থার মান ও দক্ষতার জাতীয় স্বীকৃতি। আজ তিনি ত্রিপুরার তরুণদের কাছে এক অনুপ্রেরণার নাম।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য