Thursday, January 29, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদআপন বড় ভাইয়ের বউকে নিয়ে পালালো ছোট ভাই ঘটনা খোয়াই সোনাতলা এলাকায়।

আপন বড় ভাইয়ের বউকে নিয়ে পালালো ছোট ভাই ঘটনা খোয়াই সোনাতলা এলাকায়।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৯শে জানুয়ারি…… দিন দিন সমাজের যে অধঃপতন চলছে তারই আরেক সামাজিক অধঃপতনের নগ্ন চিত্র উঠে আসলো আবার সমাজের সামনে। আপন বড় ভাইয়ের বউকে নিয়ে পালালো ছোট ভাই ঘটনা খোয়াই সোনাতলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় প্রথমত তাদের ২০২০ সালে বিয়ে হয় সামাজিকভাবে। সবকিছুই ঠিকঠাক ছিল তাদের বিবাহিত জীবন। এরমধ্যে একটি শিশু সন্তান রয়েছে তাদের। গত দুই মাস আগে খোয়াই সোনাতলা এলাকার বড় ভাইয়ের স্ত্রীকে ছোট ভাই গৌতম চৌধুরী নাকি শ্বশুরবাড়ি থাকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।পরবর্তীতে খোয়াই মহিলা থানাতে একটি নিখোঁজ ডায়েরি করেন বড় ভাই। এই মামলাটি হাতে পেয়ে মহিলা থানার পুলিশ গোটা ঘটনাটি নিয়ে তৎপর হয়ে ওঠেন। পরবর্তীতে মহিলা থানার পুলিশ তাদেরকে গৌহাটি থেকে উদ্ধার করে খোয়াই মহিলা থানায় তাদেরকে নিয়ে আসলে সেখানে ওই স্ত্রী বরের সঙ্গে যেতে অস্বীকার করে। স্ত্রী বক্তব্য ছোট ভাই গৌতম চৌধুরীর সঙ্গে থাকার কথা বলে। গোটা বিষয়টি নিয়ে দিনভর এক প্রস্থ নাটক মঞ্চস্থ হয় খোয়াই মহিলা থানায় বৃহস্পতিবার দুপুর থেকে। এই ধরনের ঘটনা সত্যিই সমাজের অবক্ষয়ের এক নগ্ন চিত্র। এদিকে বড় ভাই ছোট সন্তান এর কথা চিন্তা করে বৌকে নিতে মরিয়া হলেও দেবরের সঙ্গে মন মজে রয়েছে তার স্ত্রীর। কোনমতেই স্বামীর সঙ্গে যাবে না বলে সাফ জানিয়ে দেন। এই ঘটনাটি খোয়াই মহকুমাতে চাউর হতেই মহকুমা জুড়ে ছিছি রব উঠেছে। গোটা রাজ্যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত। করে সবকিছু দেখে শুনেও শুভ বুদ্ধিসম্পন্ন মহল নির্বিকার।এই ধরনের ঘটনা একের পর এক ঘটে চলায়, চিন্তিত গোটা সুশীল সমাজ। তবে সামাজিক অধঃপতনের এই ধরনের ঘটনায় পুলিশ প্রশাসন যে একেবারে নির্বিকার এই ধরনের মামলার ক্ষেত্রে তা আজ আবার স্পষ্ট প্রমাণিত হয়ে গেল। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় দেবরের সাথে চলে গেল বড় ভাইয়ের স্ত্রী এখানে পুলিশ শুধু হাঁ করেই তাকিয়ে রইল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য