বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৮শে জানুয়ারি…..বুধবার সকাল ১১ ’টায় খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বি‚আর‚সি‚ হলে অনুষ্ঠিত হয় খোয়াই জেলাভিত্তিক এক রন্ধন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার উদ্ভোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অনিমেষ নাগ।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সমরেন্দ্র দত্ত‚ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শিক্ষা দপ্তরের ও এস ডি মতিলাল দেব্বর্মা ও বিশিষ্ট সমাজসেবক সঞ্জীব দে। আহ্বায়ক ছিলেন খোয়াই জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক স্বপন সরকার। অনুষ্ঠানের পৌরহিত্য করেন উপেন্দ্রকিশোর জে‚বি‚ স্কুলের প্রধানশিক্ষক অশোক দাস। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের রিশা পড়িয়ে ও ফুলের তোড়া দিয়ে বরন করে নেওয়া হয়। মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন অনুষ্ঠানের উদ্ভোধক ও প্রধান অতিথি সহ অন্য অতিথিরা। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক স্বপন সরকার‚ পরপর বক্তব্য রাখেন মতিলাল দেব্বর্মা‚ সঞ্জীব দে‚ সমরেন্দ্র দত্ত‚ অনিমেষ নাগরা। তারপরে অনুষ্ঠানের সভাপতি অশোক দাস বক্তব্য রাখার মধ্য দিয়ে প্রথমার্ধের সমাপ্তি করেন‚ এরপর দ্বিতীয়ার্ধে মূল পর্বের রন্ধন প্রতিযোগিতা শুরু হয়। অতিথিরা রন্ধন প্রতিযোগিতা স্থলটি ঘুরে দেখেন। এই খোয়াই জেলাভিত্তিক রন্ধন প্রতিযোগিতায় জেলার ৬ ’টি ব্লক থেকে ১৮ জন Cook-CUM-Helper অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় ছিলেন গণকি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র অর্ণব দাস‚ বিদ্যাজ্যোতি খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী লিমা পাল‚ বিদ্যাজ্যোতি খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষক প্রশান্ত দেবরায়‚ বিদ্যাজ্যোতি খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য সঞ্জীব দে‚ এবং খোয়াই জেলা শিক্ষা দপ্তরের ও এস ডি মতিলাল দেব্বর্মা। খোয়াই জেলাভিত্তিক রন্ধন প্রতিযোগিতায় প্রথম‚ দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে সর্দু কর্করি উচ্চ বিদ্যালয়ের ভোজন মাতা রবিনা দেব্বর্মা‚ নর্থ জামটিলা এস‚বি‚ প্রাথমিক স্কুলের ভোজন মাতা রবাইতি দেব্বর্মা‚ এবং আনন্দময়ী জে‚বি‚ স্কুলের ভোজন মাতা অনিতা দাস শীল। উল্লেখ্য যে‚ প্রথম‚ দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ভোজন মাতারা আগামী কিছুদিনের মধ্যে রাজ্য স্তরে অনুষ্ঠিত রন্ধন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন। এইদিন অনুষ্ঠান প্রাঙ্গণে দর্শক-শ্রোতাদের ভীড় ছিলো লক্ষ্যণীয়।সবশেষে অভিনব এই প্রতিযোগিতা উপভোগ করতে উপস্থিত সকলের মধ্যে ভোজন মাতাদের রান্না করা খিচুড়ি পরিবেশন করা হয়েছে।



