Saturday, January 31, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলা শাসক এর উদ্যোগে পালিত হল জাতীয় ভোটার দীবস।

খোয়াই জেলা শাসক এর উদ্যোগে পালিত হল জাতীয় ভোটার দীবস।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৭শে জানুয়ারি…… খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হল জাতীয় ভোটার দীবস।এই জাতীয় ভোটার দীবসকে সামনে রেখে রবিবার সকাল ১০ ’টায় খোয়াই মহকুমা শাসকের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে এক বাইসাইকেল র‍্যালির আয়োজন করা হয়।এর পর এই দিন দুপুর ১২ টায় খোয়াই মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে খোয়াই জেলা শাসক ও সমাহর্তা কার্যালয় এবং খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ের যৌথ ব্যাবস্থাপনায় এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্ভোধক ও প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক রজত পন্থ‚ সম্মানিত অতিথি হয়ে সহকারী খোয়াই জেলা শাসক অভিজিৎ ভট্টাচার্য্য‚ বিশেষ অতিথি হয়ে খোয়াই জেলা শাসক কার্যালয়ের সিনিয়র ডেপুটি কালেক্টর শীর্ষেন্দু দেব্বর্মা‚ খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার প্রমুখরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন ডেপুটি কালেক্টর সালকা মেরি দেব্বর্মা। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের উত্তরীয় পড়িয়ে ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।এরপর চারাগাছে জলসিঞ্চন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন উদ্ভোধক ও প্রধান অতিথি সহ অন্য অতিথিরা। স্বাগত বক্তব্য রাখেন খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার। জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন উদ্ভোধক ও প্রধান অতিথি রজত পন্থ।এরপরে তিনি অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান। তারপরে ক‚ খ ও গ তিনটি বিভাগে “মাই ইন্ডিয়া‚ মাই ভোট” বিষয়ের উপর খোয়াই মহকুমা স্তরে অনুষ্ঠিত বসে আঁকো প্রতিযোগিতায় প্রথম‚ দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়‚ তৎসঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদেরকে ম্যাডেল ও শংসাপত্র দেওয়া হয়। এরপরে অনুষ্ঠানের আহ্বায়ক সালকা মেরি দেব্বর্মা ধন্যবাদসূচক বক্তব্য রাখার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসমাপ্তি করেন। এই দিন অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের ভীড় ছিলো লক্ষ্যণীয়। এছাড়া খোয়াই মহকুমার সব বি‚এল‚ও‚ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী‚ খোয়াই জেলা প্রশাসনের‚ খোয়াই মহকুমা প্রশাসনের এবং বিভিন্ন লাইন ডিপার্ট্মেন্টের ঊর্ধ্বতন কতৃপক্ষের উজ্জ্বল উপস্থিতি‚ অংশগ্রহণ ও সহযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সর্বতোভাবে সফল হয়ে উঠে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য