Saturday, January 31, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে খোয়াই বিমান বন্দর মাঠে পালিত হল ৭৭...

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে খোয়াই বিমান বন্দর মাঠে পালিত হল ৭৭ তম প্রজাতন্ত্র দিবস।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৭শে জানুয়ারি…… ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে সোমবার সকাল ৯ ঘটিকায় খোয়াই বিমানবন্দর মাঠে উৎসবমুখর পরিবেশে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ভারতের ৭৭’ তম প্রজাতন্ত্র দিবস। খোয়াই জেলা প্রশাসন ও জেলা পুলিশের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তর, নিরাপত্তা বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব্বর্মা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক ও সমাহর্তা রজত পন্থ‚ খোয়াই জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উন্মোচন করেন মন্ত্রী বিকাশ দেব্বর্মা‚ এরপরে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন। তারপরে প্যারেড কমান্ডারের পক্ষ থেকে আনুষ্ঠানিক রিপোর্ট পেশ করা হয়। অনুষ্ঠান প্রাঙ্গণে বিভিন্ন দল সুসজ্জিত কুচকাওয়াজ প্রদর্শন করেন।এর পর জেলা বাসির উদ্যেশ্যে বক্তব্য রাখেন মন্ত্রী বিকাশ দেব্বর্মা।পরে কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিভিন্ন দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এই প্রভাতী অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে সমবেত নৃত্য পরিবেশন করে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়‚ খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়‚ খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়‚ জওহর নবোদয় বিদ্যালয় ও একলব্য মডেল স্কুলের ছাত্রছাত্রীরা। এবং থাং-টা পরিবেশন করেন সুলতা দত্ত ও তাঁর দল। সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এই দিন সন্ধ্যে ৬ টায় ৭৭ ’তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষ্যে খোয়াই নতুন টাউন হলে খোয়াই জেলা প্রশাসন‚ খোয়াই জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর‚ এবং খোয়াই পুর পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এই মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই তথ্য-সংস্কৃতি দপ্তরের তথ্য-সংস্কৃতি আধিকারিক রূপক আচার্য্য‚ খোয়াই সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সুপারভাইজার রতন বনিক‚ খোয়াই জেলা শিক্ষা দপ্তরের প্রতিনিধি ও খোয়াই জেলা সাংস্কৃতিক উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য দীপঙ্কর ভট্টাচার্য্য। মনোজ্ঞ সান্ধ্যকালীন অনুষ্ঠানের শুরুতেই জওয়ান মানিক চন্দ্র নট্রোদাসের নেতৃত্বে টি‚এস্‚আর‚ ষষ্ঠ ব্যাটেলিয়ানের দল বাদ্যযন্ত্র বাজিয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর খোয়াই কালচারাল সেলের শিল্পীরা সমবেতভাবে বন্দেমাতরম রাষ্ট্রগীত পরিবেশন করেন। তারপরে একক সঙ্গীত পরিবেশনা করেন বিশিষ্ট শিল্পী নির্ঝর ভৌমিক‚ পৌলমি চক্রবর্তী‚ মৃণাল নাথ শর্ম্মা‚ সমবেত সঙ্গীত পরিবেশনা করেন স্বরূপানন্দ সঙ্গীত মহাবিদ্যালয়‚ সপ্তক সঙ্গীত শিক্ষাকেন্দ্র‚ তানসেন সঙ্গীত বিদ্যাপীঠের সঙ্গীতশিল্পীরা‚ সমবেত নৃত্য পরিবেশনা করেন মধুনিক্কন ডান্স একাডেমি‚ মঞ্জুষা নৃত্যালয়‚ অগ্নিবীণা ডান্স একাডেমির শিল্পীরা‚ তৎসঙ্গে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত খোয়াই জেলাভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান প্রাঙ্গণে দর্শক-শ্রোতাদের ভীড় ছিলো লক্ষ্যণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য