Friday, January 30, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদ৭৭তম প্রজাতন্ত্র দিবসে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের ভিজিলেন্স (Vigilance) টিমকে সংবর্ধনা

৭৭তম প্রজাতন্ত্র দিবসে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের ভিজিলেন্স (Vigilance) টিমকে সংবর্ধনা

NE বাংলা প্রতিনিধি

৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক গর্বময় মুহূর্তে ত্রিপুরা বিদ্যুৎ নিগম লিমিটেড (TSECL)-এর ভিজিলেন্স (Vigilance) টিমকে সংবর্ধনা প্রদান করা হয়। নিগমের ব্যবস্থাপনা পরিচালক (MD) বিশ্বজিৎ বসুর হাত থেকে এই সম্মান গ্রহণ করেন আগরতলা TSECL-এর ভিজিলেন্স (Vigilance) বিভাগের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (AGM) ,ডেপুটি জেনারেল ম্যানেজার (DGM) সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
এই সংবর্ধনা মূলত ভিজিলেন্স টিমের সাম্প্রতিক সাফল্যকে স্বীকৃতি জানিয়ে প্রদান করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এই টিম। চুরি করা বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে লক্ষ লক্ষ টাকার জরিমানা আদায় করা হয়েছে। এই উদ্যোগে রাজস্ব আদায় যেমন বেড়েছে, তেমনি বৈধ গ্রাহকদের মধ্যে সচেতনতা ও আস্থা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গ্রামীণ ও শহরতলির এলাকাগুলিতে ভিজিলেন্স টিমের তৎপরতা উল্লেখযোগ্য। তারা শুধুমাত্র বিদ্যুৎ চুরি রোধেই নয়, বরং গ্রাহকদের সচেতন করতেও নানা উদ্যোগ গ্রহণ করেছে। এই ধারাবাহিক সাফল্যের ফলস্বরূপই প্রজাতন্ত্র দিবসের মতো গৌরবময় দিনে তাদের সম্মানিত করা হয়েছে। MD বিশ্বজিৎ বসু তাঁর বক্তব্যে বলেন, ভিজিলেন্স টিমের নিষ্ঠা ও পেশাদারিত্ব নিগমের ভাবমূর্তি ও আর্থিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সংবর্ধনা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার প্রতিফলন। বিগত দিনের তুলনায় গত ৬ মাস যাবত এই ভিজিলেন্স (Vigilance) টিম অনেক সাফল্য এনে দিয়েছে দপ্তরকে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভিজিলেন্স বিভাগের আধিকারিকরা। রাজ্যের প্রতিটি প্রান্তে বিদ্যুৎ ব্যবস্থার স্বচ্ছতা ও সুশাসন বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য