Sunday, February 1, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদপ্রজাতন্ত্র দিবস উপলক্ষে খোয়াই শহরের নিরাপত্তা ব্যবস্থাকে সুনিশ্চিত করতে পুলিশ ও সীমান্ত...

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে খোয়াই শহরের নিরাপত্তা ব্যবস্থাকে সুনিশ্চিত করতে পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনীর ডগ স্কোয়াড নিয়ে যৌথ অভিযান।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৫শে জানুয়ারি….. প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে খোয়াই সহরের নিরাপত্তা ব্যবস্থাকে সুনিশ্চিত করতে পুলিশ ও সিমান্ত রক্ষি বাহীনির ডগ স্কোয়াড নিয়ে যৌথ অভিযান চালায় রবিবার রাত সাত ঘটিকায়। রবিবার
রাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খোয়াই মহকুমা এলাকাতে ২৬শে জানুয়ারি কে সামনে রেখে খোয়াই এর পুলিশ ও সিমান্ত রক্ষি বাহীনির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার রাত সাতটায় খোয়াইয়ের বিভিন্ন জায়গায় ডগ স্কোয়াড নিয়ে বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি করা হয় ।পাশাপাশি খোয়াই সিমান্তের বিভিন্ন এলাকায় ও টহলদারি করতে দেখা যায়।প্রথমে এই অভিযানটি সংঘটিত করা হয় খোয়াই সহরের বিভিন্ন এলাকার রাধানগর বাসষ্ট্যান্ডে এর পর খোয়াই সুভাষ পার্ক বাজারের বিভিন্ন জায়গায় তল্লাশি করা হয়।এই অভিযানে ছিলেন খোয়াই থানায় ওসি কৃষ্ণ ধন সরকার ১০৪ নম্বর ব্যাটেলিয়ানের সিমান্ত রক্ষি বাহীনির জওয়ানরা। এই অভিযানের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হলো ২৬শে জানুয়ারি এই দিনটি যাতে সুন্দরভাবে খোয়াই বাসি উদযাপন করতে পারে সেই লক্ষ্যে খোয়াই শহর এবং খোয়াই মহকুমা এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করতে এই ডগ স্কোয়াড নামানো হয় গোটা খোয়াই জুড়ে। পাশাপাশি এই দিন রাতে বম স্কোয়ার্ডরাও খোয়াই সহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে।এছাড়া তাছাড়া ২৬শে জানুয়ারি দিনটিকে সামনে রেখে রবিবার সারা দিনব্যাপী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খোয়াই এর বিভিন্ন এলাকাতে বেপরোয়া ভাবে যানবাহন চালানোর জন্য বেশ কিছু বাইক এবং লাইসেন্সবিহীন এবং নাম্বারবিহীন যান চালকদের কাগজ পত্র পরিক্ষা নিরিক্ষা করে পুলিশ। মূলত ও সি কৃষ্ণধন সরকার জানিয়েছেন ২৬ শে জানুয়ারি এই দিনটি যাতে সুন্দরভাবে খোইয়ের মানুষ উদযাপন করতে পারে তার জন্য এই অভিযান।তাই প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান খোয়াই থানায় ওসি কৃষ্ণধন সরকার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য