বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৯শে জানুয়ারি..…. এক বিধবা মহিলার মৃত সন্তান প্রসবকে কেন্দ্র করে ছি ছি রব উঠল খোয়াই উত্তর চেবরি এলাকাতে।ঘটনার বিবরণে প্রকাশ গত দেড় বছর ধরে উত্তর চেবরী এলাকার অনুকূল পাল এক বিধবা মহিলার সাথে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তুলে বলে মহিলার অভিযোগ। এই অবৈধ শারীরিক সম্পর্ক ফলে গতকাল ভোরে মৃত সন্তান প্রসব হয় বিধবা মহিলার। গত ১৫ দিন ধরে অনুকূল পাল বিধবা মহিলাকে সন্তান নষ্ট করার জন্য জোর পূর্বক মানসিকভাবে চাপ দিতে থাকেন, এবং পরবর্তীতে ওই অসহায় মহিলা অনুকুল পালের জোরপূর্বক মানুষিক চাপে ফলে অবৈধ ভ্রুণ হত্যার ঔষধ খেতে বাধ্য হন। অনুকূল পালের দেওয়া জোরপূর্বক সন্তান নষ্ট হওয়ার ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন ওই অসহায় মহিলা। এবং একটা সময় অসুস্থ হয়ে পড়েন মহিলাটি অবশেষে বাধ্য হয়ে চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন। প্রথমে ডাক্তার বাবু কাছে এই বিষয়টি অসহায় মহিলা গোটা বিষয়টি গোপন রাখেন , চেবরী হাসপাতালের চিকিৎসকের মহিলাকে দেখে সন্দেহ হয় এবং বিভিন্ন ধরনের পরীক্ষা করে চিকিৎসক জানতে পারেন ঐ মহিলা সন্তানসম্ভবা। পরবর্তী কিছুক্ষণের মধ্যেই বিধবা মহিলার মৃত সন্তান প্রসব করেন। এই ঘটনাটি এলাকাতে চাউর হতেই , এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে উঠেন অনুকূল পালের উপর। এলাকার জনগণ গতকাল থেকে অনুকুল পাল কে খোঁজাখুঁজি শুরু করেন। যদিও অনুকূল পাল গা ঢাকা দিয়েছেন। চেবরী এলাকাবাসির অভিযোগ কুলাঙ্গার অনুকূল পাল এ রকম আরো অনেক মহিলার সাথে অবৈধ সম্পর্কের জেরে অসহায় মহিলাদের জীবন নষ্ট করেছেন। ক্ষুব্ধ এলাকাবাসীর বক্তব্য এইরকম দুশ্চরিত্র পাষন্ড কে এলাকাতে থাকতে দেওয়া যাবে না । এদিকে মহিলা মৃত সন্তানটিকে সকলের অজান্তে একটি গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে দেয় বলে মহিলা জানান। এইরকম বিরল থেকে বিরলতম জঘন্য ঘটনায় এলাকায় মধ্যে ছিঃ ছিঃ রব উঠেছে। সমাজকে সুস্থ স্বাভাবিক রাখতে এই রকম জঘন্যতম কাজের নায়ক অনুকূল পালের বিরুদ্ধে পুলিশ প্রশাসন শত প্রণোদিত কোন মামলা গ্রহণ করে কিনা।



