তেলিয়ামুড়া প্রতিনিধি।।
বিগত সরকারের আমলে ভোটকেন্দ্রিক রাজনীতির ছায়া পড়েছিল রাজ্যের প্রত্যন্ত জনজাতি অধ্যুষিত এলাকাগুলির উন্নয়নে। এরই ফলস্বরূপ, দীর্ঘদিন ধরে মৌলিক অধিকার বিশুদ্ধ পানীয় জলের মতো অপরিহার্য পরিষেবা থেকেও বঞ্চিত ছিলেন আঠারোমুড়া পাহাড়ি অঞ্চলের বহু মানুষ। প্রতিদিনের জীবনযাত্রায় পানীয় জলের জন্য সংগ্রাম ছিল তাঁদের নিত্যসঙ্গী। তবে বর্তমান বিজেপি সরকারের প্রশাসনিক উদ্যোগে সেই চিত্রে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন, আঠারোমুড়া অঞ্চলের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ এলাকায় ইতিমধ্যেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এটি সরকারের অঙ্গীকারেরই প্রতিফলন। তবে মন্ত্রী স্বীকার করেছেন, এখনও কিছু দুর্গম এলাকায় পানীয় জলের উৎস থাকা সত্ত্বেও কিছু পরিবার পুরোপুরি পরিষেবার আওতায় আসতে পারেনি। এই সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে শনিবার মুঙ্গিয়াকামি সাব-ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট অফিসার ও সংশ্লিষ্ট দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে এলাকাবাসীদের উপস্থিতিতে খতিয়ে দেখা হয়, কোন কোন অঞ্চলে এখনও জলসংকট বিদ্যমান। মন্ত্রী বিকাশ দেববর্মা সংশ্লিষ্ট আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেন, যেসব এলাকায় এখনও বিশুদ্ধ পানীয় জলের ঘাটতি রয়েছে, সেখানে অবিলম্বে জল সরবরাহ নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন, প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় প্রত্যন্ত জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে মৌলিক পরিষেবা পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এই উদ্যোগে যেমন পাহাড়ি জনপদের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটবে, তেমনি স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের পথও প্রশস্ত হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।



