Tuesday, January 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদকরইলং উৎসব কমিটি মাঠে অনুষ্ঠিত হলো বিশেষ চক্ষু পরীক্ষা শিবির

করইলং উৎসব কমিটি মাঠে অনুষ্ঠিত হলো বিশেষ চক্ষু পরীক্ষা শিবির

প্রতিনিধি, তেলিয়ামুড়া, আজ তেলিয়ামুড়া বিধানসভার অন্তর্গত করইলং উৎসব কমিটি মাঠে এক মহৎ উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশেষ চক্ষু পরীক্ষা শিবির। পঞ্চায়েত সমিতির ভাইস-চেয়ারম্যান মাননীয় শ্রী নির্মল সূত্রধর মহোদয়ের নেতৃত্বে ও ASHVINI নেত্রালয় এর সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়। এই চক্ষু শিবিরে মোট ১৩৫ জন বয়স্ক নাগরিকের চক্ষু পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে যাঁদের অবস্থা গুরুতর, এমন ৩০ জন রোগীর আজই সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হয়েছে, যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় পদক্ষেপ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহা রায়, যিনি এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “মানবসেবার এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই এই ধরনের কর্মসূচি হাতে নেওয়ার জন্য।” তিনি আরও জানান, আগামী বেশ কিছু দিনের মধ্যেই তেলিয়ামুড়া হাসপাতালে চক্ষু ছানি অপারেশন শুরু করা হবে, যাতে করে স্থানীয় মানুষজন এখানেই চিকিৎসা করাতে পারেন। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মন্ডল সভাপতি শ্রী অচিন্ত্য ভট্টাচার্য, যিনি এই উদ্যোগকে এলাকার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেন। স্থানীয় বাসিন্দারাও শিবিরে অংশগ্রহণ করে উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এবং অনুরোধ করেন ভবিষ্যতেও যেন এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকে।
অনুষ্ঠানের শেষে বিধায়িকা সকল অংশগ্রহণকারী ও আয়োজকদের ধন্যবাদ জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য