Thursday, January 8, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদআজ বি এস এফ এর ৪৯ ব্যাটেলিয়ন এর পক্ষ থেকে হরিহরদোলা স্কুল...

আজ বি এস এফ এর ৪৯ ব্যাটেলিয়ন এর পক্ষ থেকে হরিহরদোলা স্কুল মাঠে সিবিক একশান পোগ্রাম

বিশালগড় প্রতিনিধি, শাহিনুর চৌধুরী।০৭ই জানুয়ারী।বুধবার ১১ টার সিপাহীজলা জেলার অন্তগর্ত কমলাসাগর বিধানসভার কামথানা হরিহরদোলা স্কুল মাঠে বি এস এফ এর ৪৯ ব্যাটেলিয়ন এর উদ্দ্যোগে একটি সিবিক একশন পোগ্রাম করা হয়।এই অনুষ্টানে এলাকার গরীব অংশের মানুষ কে যেমন মহিলাদের সেলাই মেশিন, স্কুল পরোয়াদের স্কুল ব্যাগ,কেলার সামগ্রী ফুটবল,বলিবল,ব্যাট,ইত্যাদি দেওয়া হয়। এলাকার গরিব অংশের মহিলাদের কে সাবলম্বি করার জন একটি সেলাই কাজ শিখানো সেন্টার খোলা হয়।এখানে মহিলাদের যারা সেলাই মেশিন পেয়েছে তাদেরকে প্রশিক্খন দেওয়া হবে বলে জানান।এবং বি এস এফ এর নতুন ড্রেস বানানোর জন্য তাদের কাছে কাজ দেওয়া হবে বলে জানান সি ও অজিত কুমার।একটা ড্রেস সেলাই করলে ৩৭৮ টাকা সরকারি হিসাবে পাবে বলে জানান।এলাকার মহিলারা এই সেলাি মেশিন পেয়ে খুব খুশি,তারা জানান এই ধরনের অনুস্ঠান এই এলাকায় আর কখনো হয়মি।বি এস এফ এলাকার মানুষের কাছে অনুরোধ করেন তারা যেন তাদের ছেলে মেয়েদের শিক্ষার দিকে দাবিত করে এবং যারা পরাশোনা বন্ধ করে আছে তাদেরকে যাতে স্কুলে পাঠায়। আজ এই অনুস্ঠানে উপস্থিত ছিলেন বি এস এফ এর ৪৯ বেটেলিয়ন এর সি ও অজিত কুমার,প্রাংসু শ্রী বাস্তব ট আই সি,গৌরব জি ডিসি,আমান যাদব কম্পানি কমান্ডার,এলাকার প্রধান এবং উপ প্রধান উপ প্রধান ও এলাকাবাসী। আজ এই অনুস্ঠানে লোক সমাগম ছিল লক্ষ্মণীয়।স্কুল পরোয়ারা আনন্দিত তাদের লেখা পড়ার সামগ্রী পেয়ে।এলাকাবাসী আজকে এই অনুস্ঠানে কুব আনন্দিত এবং বি এস এফ কে ধন্যবাদ জানায় এলাকার মানুষ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য