বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৬ই জানুয়ারি…….আসন্ন স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে পূর্ব ডিভিশন খোয়াই আই পি এফ টি দলের উদ্যোগে মঙ্গলবার বাঁচাইবাড়ি হাসুকনি খরাং কমিউনিটি হলে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। সেই যোগদান সভায় সভাপতিত্ব করেন নিরুদ্দ দেববর্মা, আই পি এফ টি পার্টির সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা, পদ্মবিল আর ডি ব্লকের অ্যাডভাইজার কমিটির চেয়ারম্যান ,সেন্ট্রাল কমিটির সহ-সভাপতি প্রশান্ত দেববর্মা, মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অ্যাডভাইজার কমিটির চেয়ারম্যান,সেন্ট্রাল কমিটির এ জি এস সুনীল দেববর্মা, তুলাশিখড় আর ডি ব্লকের অ্যাডভাইজার কমিটির চেয়ারম্যান,সেন্ট্রাল কমিটির এ জি এস প্রদীপ দেববর্মা, ইউথ আই পি এফ টি দলের সেন্ট্রাল কমিটির সহ চেয়ারম্যান মলিন দেববর্মা, ইউথ আই পি এফ টি পার্টির সেন্ট্রাল কমিটির এ জি এস প্রিয় দেববর্মা,আইপিএফটি পার্টির সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার রথীন্দ্র দেববর্মা সহ আরো অন্যান্য। এই অনুষ্ঠানের শেষে বিভিন্ন দল ত্যাগ করে ২১ পরিবারের ৭৭ ভোটার আই পি এফ টি দলের পতাকা ধরিয়ে তাদের বরণ করে নেন আই পি এফ টি দলের সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা, পদ্মবিল আর ডি ব্লকের অ্যাডভাইজার কমিটির চেয়ারম্যান,সেন্ট্রাল কমিটির সহ-সভাপতি প্রশান্ত দেববর্মা, মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অ্যাডভাইজার কমিটির চেয়ারম্যান,সেন্ট্রাল কমিটির এ জি এস সুনীল দেববর্মা, তুলাশিখড় আর ডি ব্লকের কমিটির এবং অ্যাডভাইজার কমিটির চেয়ারম্যান,সেন্ট্রাল কমিটির এ জি এস প্রদীপ দেববর্মা, ইউথ আই পি এফ টি পার্টির সেন্ট্রাল কমিটির সহ চেয়ারম্যান মলিন দেববর্মা, ইউথ আই পি এফ টি পার্টির সেন্ট্রাল কমিটির এ জি এস প্রিয় দেববর্মা।



