Wednesday, January 7, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদএক রোগীর সম্পূর্ণ হিপ জয়েন্ট প্রতিস্থাপন করে রাজ্যের মধ্যে এই প্রথম ইতিহাস...

এক রোগীর সম্পূর্ণ হিপ জয়েন্ট প্রতিস্থাপন করে রাজ্যের মধ্যে এই প্রথম ইতিহাস তৈরি করল খোয়াই জেলা হাসপাতালের শল্য চিকিৎসকের দল।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৫ই জানুয়ারি….. ক্ষুদ্র পরিসরে হলেও একের পর এক শল্য চিকিৎসায় খোয়াই জেলা হাসপাতালের নাম দিকে দিকে ছড়িয়ে গেছে। তার পিছনে অবদান প্রথমত খোয়াই জেলা হাসপাতালে মেডিকেল সুপার শরদিন্দু রিয়াং , শল্য চিকিৎসক আমন দেববর্মা সহ সহ হাসপাতালে অন্যান্য চিকিৎসকদের।এবং তাদের সহকর্মীদের সহযোগিতায় আজ খোয়াই জেলা হাসপাতাল শল্য চিকিৎসার জগতে নতুন দিগন্তের পথ খুলে দিয়েছে। তাতে করে সাধারণ মানুষ আয়ুষ্মান কার্ডের মাধ্যমে এই ধরনের চিকিৎসা পরিষেবা পেয়ে যাচ্ছেন খোয়াই জেলা হাসপাতাল থেকে। তেমনি ভাবে খোয়াই বাসি আবার সাক্ষী রইল সোমবার এক বড় ধরনের শল্য চিকিৎসার বিষয়ে। দেখা গেছে আবারো এক রোগীর সম্পূর্ণ হিপ জয়েন্ট প্রতিস্থাপন করে রাজ্যের মধ্যে এই প্রথম ইতিহাস তৈরি করলো খোয়াই জেলা হাসপাতালের শল্য চিকিৎসক আমন দেববর্মা সহ উনার সহপাঠী দল। এত বড় অপারেশন ত্রিপুরা রাজ্যের কোন জেলা হাসপাতালে আজ পর্যন্ত হয়নি যা এক ইতিহাস। সেটা হলো সোমবার বিকেলে খোয়াই জেলা হাসপাতালে বলে জানান শল্য চিকিৎসক আমন দেববর্মা, এক সাক্ষাতে শল্য চিকিৎস আমন দেববর্মা জানান কোন এক দুর্ঘটনার কারণে খোয়াই সিংঙ্গিছড়া এলাকায় বাসিন্দা জ্যোতির্ময় ঘোষ ৩৯ কয়েক বছর আগে উনার হিপ জয়েন্টটি ভেঙ্গে যায়। যার ফলে গত কয়েক বছর ধরে ব্যাপক কষ্ট পাচ্ছিলেন এবং তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। অবশেষে খোয়াই জেলা হাসপাতালের শল্য চিকিৎসক আমন দেববর্মার সাথে যোগাযোগ করলে গত চার মাস ধরে জ্যোতির্ময় ঘোষ উনার চিকিৎসা এবং নিয়মমাফিক পরীক্ষা নিরীক্ষার পর সোমবার দিনটি ধার্য হয় যে জ্যোতির্ময় ঘোষের সম্পূর্ণ হিপ জয়েন্টটি পরিবর্তন করা হবে। সেই অনুযায়ী সোমবার বিকেলে এই বড় ধরনের অপারেশনটি খোয়াই জেলা হাসপাতালে সু-সম্পন্ন হয় সার্থকতার সাথে বলে জানান শল্য চিকিৎসক আমন দেববর্মা। এত বড় অপারেশনে উনার সাথে ছিলেন চিকিৎসক বিশ্বজিৎ দেববর্মা সহ অপারেশন থিয়েটারের নার্স এবং সাহায্যকারীরা। তবে এই এত বড় অপারেশনের ব্যাপারে বলতে গিয়ে শল্য চিকিৎসক আমন দেববর্মা জানান এই ধরনের অপারেশন ত্রিপুরা রাজ্যের কোন জেলা হাসপাতালে আজ পর্যন্ত হয়নি যা এক ইতিহাস তৈরি করল খোয়াই জেলা হাসপাতালের শল্য চিকিৎসকরা ।যা করে দেখালো খোয়াই জেলে হাসপাতালে শল্য চিকিৎসকের দলটি ব্যাপক খুশি। শুধু তাই না এক প্রশ্নের উত্তরে শল্য চিকিৎসক আমন দেববর্মা জানান এই ধরনের সম্পূর্ণ হিপ জয়েন্ট পরিবর্তন করতে গেলে রাজ্য বা রাজ্যের বাইরে যে কোন নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালে এই অপারেশন করতে গেলে সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা খরচ হতে পারে। তবে এই অপারেশনটি হয়েছে, আয়ুষ্মান কার্ডের দৌলতে সম্পূর্ণ বিনামূল্যে। যার জন্য রোগীর সামান্য খরচে এত বড় অপারেশন হয়ে গেল খোয়াই জেলা হাসপাতালে বলে জানান শল্য চিকিৎসক আমন দেববর্মা । শুধু তাই না গত কয়েক মাস আগেও ৫৫ ঊর্ধ এক মহিলার হিপ জয়েন্ট বোল্ট অপারেশন করেছেন সফলতার সাথে এই শল্য চিকিৎসক। বর্তমানে ওই মহিলা দিব্যি সাধারণ মানুষের মতন চলাফেরা করতে পারছেন। পাশাপাশি সোমবার যে অপারেশনটি হয়েছে সম্পূর্ণ হিপ জয়েন্টের সেই লোকটিকে অর্থাৎ জ্যোতির্ময় ঘোষ কে আগামীকাল মঙ্গলবার এই চিকিৎসকের দল পায়ে হাঁটার জন্য ব্যবস্থা করছেন। চিকিৎসক জানান জ্যোতির্ময় ঘোষ মঙ্গলবার হাঁটতে পারবেন এবং এরপর সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে তিনি একজন সাধারণ মানুষের মতন জীবনযাপন এবং হাঁটা চলা করতে পারবেন বলে জানান শল্য চিকিৎসক আমন দেববর্মা। তিনি এও বলেন যদি সব ঠিকঠাক থাকে তাহলে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার একজন ২৬ বছরের মহিলার হাঁটুতে টিউবার কলোসিস রয়েছে যার জন্য তিনি গত তিন বছর ধরে ভুগছেন ব্যথা ও যন্ত্রণায়। তাই ওরা চাইছেন সব ঠিকঠাক থাকলে এই মহিল হাঁটুর সম্পূর্ণ অপারেশন করবেন, এটাও একটা বড় ধরনের অপারেশন খোয়াই জেলা হাসপাতালের জন্য বলে জানান শল্য চিকিৎসক আমন দেববর্মা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য