————
বক্সনগর প্রতিনিধি,৩রা জানুয়ারি।।গাজাবাগান ধ্বংস অভিযান অন্যান্য দিনের মতোই জারি রেখেছে সিপাহীজলা জেলা পুলিশ প্রশাসন।শনিবার সকাল থেকেই সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধরের নেতৃত্বে সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক, সোনামুড়া থানার ওসি তাপস দাস সহ বিভিন্ন বাহিনীর টিএসআর এবং সীমান্তরক্ষী বাহিনীর মোট ৫০০ জন জোয়ান পাষানিয়ামুড়া, কলমচৌড়া সহ বিভিন্ন এলাকার বনদপ্তরের খাস জমিতে গড়ে ওঠা একাধিক গাঁজা বাগানে অভিযান চালায়। পুলিশ সূত্রের খবর অনুযায়ী এই অভিযান কারী দলটি প্রায় ৬৫০ একর জমিতে ১৩০ টি প্লটে ১৯ লক্ষাধিক গাঁজা গাছ কেটে ধ্বংস করে এবং এদিন সকাল সাড়ে সাত ঘটিকা থেকে বিকাল চার ঘটিকা পর্যন্ত সাড়ে আট ঘন্টা অভিযান চলে।জানা যায় এই অভিযান এ যাবৎ কালের সর্ববৃহৎ গাঁজা বিরোধী অভিযান। তবে এই ক্ষেত্রে বলা চলে এবারের মত আর কোন বছর এমন হারে গাঁজা গাছ ধ্বংস অভিযান করা হয়নি। এই বছরের পুলিশের এই গাঁজা গাছ ধ্বংস অভিযান দেখে গাঁজা চাষিরা রীতিমতো হতবাক।এদিকে জেলা পুলিশের তরফে জানা গেছে এই বছর সিপাহীজলা জেলায় কোন গাঁজা বাগান অক্ষত অবস্থায় রাখা হবে না সবগুলিকেই কেটে ধ্বংস করে দেওয়া হবে।



