গোপেশ রায় ,তেলিয়ামুড়া:
তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে আজ ৭ নম্বর মডেল ওয়ার্ডে একটি সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভার মূল উদ্দেশ্য ছিল গৃহস্থালি পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনার প্রাথমিক ধাপে উৎসেই বিভাজনের গুরুত্ব সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা। সভায় আলোচকরা শুষ্ক ও ভেজা বর্জ্য আলাদা করার প্রয়োজনীয়তা, পরিচ্ছন্ন শহর গঠনের উপায় এবং পরিবেশবান্ধব নগর জীবনে নাগরিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বক্তারা জানান, উৎসেই বর্জ্য বিভাজন করলে তা পুনর্ব্যবহারযোগ্য উপকরণ সংগ্রহে সহায়তা করে এবং শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উদ্যোগের অংশ হিসেবে ওয়ার্ডের বিভিন্ন স্থানে শুষ্ক বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট ডাস্টবিন ও বালতি বসানো হয়েছে। এতে করে বাসিন্দারা সহজেই বর্জ্য পৃথক করতে পারবেন, যা পরবর্তী পর্যায়ে পরিবেশবান্ধব ব্যবস্থাপনায় সহায়ক হবে। পৌরপিতা রূপক সরকার বলেন, পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। উৎসেই বর্জ্য বিভাজন করলে শহর হবে পরিচ্ছন্ন, আর ভবিষ্যৎ হবে সবুজ। তিনি আরও জানান, পৌর পরিষদ ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাবে।
স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সভা ও বাস্তব পদক্ষেপ শহরের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।



