Friday, January 2, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদবাংলাদেশে সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে তেলিয়ামুড়ায় বিক্ষোভ মিছিল

বাংলাদেশে সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে তেলিয়ামুড়ায় বিক্ষোভ মিছিল

তেলিয়ামুড়া প্রতিনিধি:
বাংলাদেশে সাংবাদিকদের উপর লাগাতার হামলা, হত্যা, নির্যাতন ও কারাবন্দী করার ঘটনার তীব্র প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় তেলিয়ামুড়ায় এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সাংবাদিক সমাজের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের সচেতন নাগরিক ও বুদ্ধিজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে অম্পি চৌহমনী এলাকায় এসে শেষ হয়। সেখানে এক প্রতিবাদী স্ট্রিট কর্নার সভার আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে স্লোগানে মুখর করে তোলেন গোটা এলাকা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের খোয়াই জেলা কমিটির সম্পাদক গোপেশ রায়, তেলিয়ামুড়া মহকুমা কমিটির সহ-সভাপতি শিবজ্যোতি মল্লিক, সৌরভ পোদ্দার,গয়া চন্দ্র সূত্রধর ,বিষ্ণু দাস ,স্বপন নাগ সহ ইউনিয়নের একাধিক সদস্য। এছাড়াও বিশিষ্ট সাহিত্যিক মনোরঞ্জন গোপ, শৈলেন্দ্র দাস সহ একাধিক বুদ্ধিজীবী এই প্রতিবাদে অংশ নেন।
এক সাক্ষাৎকারে শিবজ্যোতি মল্লিক বলেন, বাংলাদেশে সাংবাদিকদের উপর যে লাগাতার আক্রমণ চলছে, তা কেবল একটি দেশের সংবাদমাধ্যমের উপর নয় এটি গোটা সমাজের গণতান্ত্রিক মূল্যবোধের উপর আঘাত। তিনি অবিলম্বে বাংলাদেশের সংবাদমাধ্যমের স্বাধীনতা সুরক্ষিত করার দাবি জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও গণতান্ত্রিক শক্তিগুলির হস্তক্ষেপ কামনা করেন।
সভায় বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সেই স্তম্ভ ভেঙে দেওয়ার যে কোনও অপচেষ্টা রুখে দিতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাঁদের মতে, সাংবাদিকদের কণ্ঠরোধ মানেই সাধারণ মানুষের কণ্ঠরোধ।
শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হলেও, সাংবাদিকদের উপর নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ ও লড়াই অব্যাহত থাকবে এই বার্তাই স্পষ্ট করে দিল তেলিয়ামুড়ার এই প্রতিবাদী বিক্ষোভ মিছিল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য