Saturday, January 3, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদআইসক্রিমের চামচে গড়ে তুললেন শিল্পের সাম্রাজ্য! তেলিয়ামুড়ার কৃষ্ণ পালের সৃষ্টিতে মুগ্ধ আগরতলা

আইসক্রিমের চামচে গড়ে তুললেন শিল্পের সাম্রাজ্য! তেলিয়ামুড়ার কৃষ্ণ পালের সৃষ্টিতে মুগ্ধ আগরতলা

গোপেশ রায় :
তেলিয়ামুড়া,
“ইচ্ছা থাকলে উপায় হয়”—এই প্রবাদটিকে বাস্তবে রূপ দিলেন তেলিয়ামুড়ার বাইশগড় এলাকার যুবক প্রাণ কৃষ্ণ পাল ওরফে টিংকু । সাধারণ আইসক্রিম খাওয়ার চামচ দিয়ে তৈরি করলেন এমন সব ঘর সাজানোর সামগ্রী, যা দেখে মুগ্ধ তেলিয়ামুড়া থেকে আগরতলা পর্যন্ত। নিজের হাতে তৈরি এই শিল্পকর্ম নিয়ে ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছেন তিনি।

চার-পাঁচ মাস আগে মোবাইল ফোনে ইউটিউব দেখে মাথায় আসে অভিনব এক ভাবনা আইসক্রিমের কাঠি দিয়ে কিছু নতুন কিছু তৈরি করা যায় কি না। সেই ভাবনাকে বাস্তব রূপ দিতে শুরু করেন নিরলস পরিশ্রম। ফলস্বরূপ, তৈরি হয় একের পর এক নজরকাড়া হস্তশিল্পঘর সাজানোর ল্যাম্পশেড, পেনস্ট্যান্ড, ওয়াল হ্যাংগিং, ফুলদানি ঘড়ি সহ আরও অনেক কিছু।এই প্রতিভার খবর পৌঁছায় তেলিয়ামুড়া ব্লকের আধিকারিকদের কাছে। তাঁরা প্রাণ কৃষ্ণ পাল উরফে টিংকু কে উৎসাহিত করে আগরতলার সরস মেলায় অংশগ্রহণের পরামর্শ দেন। তেলিয়ামুড়ার একটি সহায়ক দলের সহযোগিতায় প্রাণ কৃষ্ণ একটি স্টল খোলেন, যেখানে তাঁর তৈরি সমস্ত সামগ্রী বিক্রি হয়ে যায় মাত্র কয়েক দিনের মধ্যেই। দর্শনার্থীরা মুগ্ধ হয়ে প্রশংসা করেন তাঁর সৃষ্টিশীলতা ও পরিশ্রমকে। সমস্ত বিষয়টুকু ত্রিপুরা ভবিষ্যৎ প্রতিনিধির কাছে খবর আসার পর প্রতিনিধি আজ যায় টিংকু পালের বাসায়। প্রাণ কৃষ্ণ পাল ওরফে টিংকু প্রতিনিধিকে জানান
সব কিছু আমি নিজেই হাতে তৈরি করেছি। এখন অনেক অর্ডার আসছে, কিন্তু একার পক্ষে সব সামলানো সম্ভব হচ্ছে না। ফলে কোন অর্ডার আসলে আমার দিতে একটু সময় লাগছে । পাশাপাশি অর্ডার চাহিদা অনেক বাড়ছে। যদি কিছু শ্রমিক পাই, তাহলে আরও বড় পরিসরে কাজ করতে পারব। আমি চাই, এলাকার আরও যুবক-যুবতীরা এই কাজে যুক্ত হোক, যাতে তাদেরও একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে ওঠে। তিনি আরও জানান, এই কাঁচামাল গুলো আমি নিজেই ক্রয় করি আগরতলা থেকে । সরকার যদি আর্থিকভাবে সাহায্য করে, তাহলে আমি আমার বাড়িতেই একটি ছোট কারখানা গড়ে তুলতে পারব। সেখানে নিয়মিত তৈরি হবে ঘর সাজানোর নানা সামগ্রী, যা রাজ্যের গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও পরিচিতি পাবে।


এই প্রতিভাবান যুবকের স্বপ্ন পূরণে এখন দরকার সমাজ ও সরকারের সহযোগিতা। তেলিয়ামুড়ার এই উদ্যমী যুবক যেন হয়ে ওঠেন রাজ্যের হস্তশিল্প জগতের এক উজ্জ্বল মুখ এটাই এখন সকলের প্রত্যাশা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য