তেলিয়ামুড়া, প্রতিনিধি:
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর চলমান নির্যাতন ও সম্প্রতি দিপু চন্দ্র দাস নামক এক হিন্দু যুবকের নির্মম হত্যার প্রতিবাদে তেলিয়ামুড়ায় এক শান্তিপূর্ণ মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন, তেলিয়ামুড়া মহকুমা কমিটি। সোমবার সন্ধ্যায় আয়োজিত এই মিছিলটি অম্পি চৌহমনী থেকে শুরু হয়ে পুরাতন টি আর টি সি এলাকা সহ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় অম্পি চৌহমনীতে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে মোমবাতি নিয়ে হিন্দুদের উপর চলমান নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং মানবাধিকারের প্রতি সচেতনতা ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দেন।এই মিছিলে অংশ নেন এসোসিয়েশনের সভাপতি কানাই লাল কর্মকার, সম্পাদক রমল দাস, তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণপদ দাস সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ও সাধারণ মানুষ। সম্পাদক রমল দাস বলেন,
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং হত্যার ঘটনা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। দিপু চন্দ্র দাসের অমানবিক হত্যার প্রতিবাদে আমরা আজ এই মোমবাতি মিছিলের মাধ্যমে ধিক্কার জানাচ্ছি। আমরা আশা করি আন্তর্জাতিক সমাজ এবং বাংলাদেশ সরকার হিন্দুদের উপর এই নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে।
মিছিলটি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং এতে অংশগ্রহণকারীরা সংহতি ও মানবিক মূল্যবোধের প্রতীক হিসেবে মোমবাতি প্রজ্বলন করেন।



