বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের বিরোধিতা করে সোমবার সকাল ১১ টা থেকে দফায় দফায় ডেপুটেশন প্রদান করে বিভিন্ন সংগঠন এবং নাগরিকরা সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক উপেন্দ্র জমাতিয়া নিকট। তাদের দাবি এডিসি এলাকাকে নগর পঞ্চায়েত এর অন্তর্ভুক্ত করা যাবে না। এডিসি এলাকাকে বাদ দিয়ে গঠন করতে হবে নগর পঞ্চায়েত। তিপ্রা মথা দলের চড়িলাম ব্লক সভাপতি বুদ্ধ দেববর্মা রাজীব দেববর্মা সঞ্জীত দেববর্মা বিচিং দেববর্মা ড্যানিয়েল দেববর্মা সুরন দেববর্মা র নেতৃত্বে দফায় দফায় অতিরিক্ত জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। তিপ্রা মথা দলের চড়িলাম ব্লক সভাপতি বুদ্ধ দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি হুঁশিয়ারি দেন যদি এডিসি এলাকাকে নিয়ে নগর পঞ্চায়েত বিশ্রামগঞ্জ গঠন করা হয় তাহলে তারা আগামী দিনে জাতীয় সড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন



