Saturday, January 3, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদদীর্ঘ ১০–১৫ বছর পর সোনামুড়া বটতলী বাজারে চুরির ঘটনা, মুদি দোকান থেকে...

দীর্ঘ ১০–১৫ বছর পর সোনামুড়া বটতলী বাজারে চুরির ঘটনা, মুদি দোকান থেকে নগদ অর্থ সহ মূল্য বান মালপত্র নিয়ে যায় চোর।

দীর্ঘ প্রায় ১০ থেকে ১৫ বছর পর ফের সোনামুড়া বটতলী বাজারে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অনুমান রবিবার রাতে বটতলী বাজারের এক মুদি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়।জানা যায়, বটতলী বাজারের ব্যবসায়ী নিটু দাস প্রতিদিনের মতো রাতে দোকান গুছিয়ে তালা লাগিয়ে বাড়ি ফিরে যান। আজ সকালে দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের দরজার ভাঙা এবং ভেতরে থাকা বিভিন্ন দামি সামগ্রী চুরি হয়ে গেছে ।দোকানদার নিটু দাস জানান, সামনে বটতলী বাজারে পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই উপলক্ষে তিনি দোকানে রানি তেলসহ বিভিন্ন দামি পণ্য মজুত করেছিলেন। চোরের দল ওই সব মালপত্রের পাশাপাশি দোকানের ক্যাশ বক্সে রাখা প্রায় ৭ হাজার টাকা নগদ নিয়ে চম্পট দেয়।
নিটু দাস আরও জানান, তিনি প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে এই বাজারে ব্যবসা করে আসছেন, কিন্তু এর আগে এমন ঘটনার সম্মুখীন হননি।
এলাকাবাসীদের অনুমান, মাদকাসক্ত বা নেশাখোর চক্র এই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। ঘটনার খবর পেয়ে সোনামুড়া থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে দোকান পরিদর্শন করে এবং তদন্ত শুরু করছেন।

তবে একাংশের অভিমত বিগত কিছু মাস যাবত সোনামুড়ার বিভিন্ন অলিগলিতে ঘুরে বেড়ানো নেশাখোররা গৃহবন্দী থাকায় কিছুদিন যাবত এই সকল চুরির ঘটনার সংঘটিত হয়নি কিন্তু বিগত কিছুদিন হল তারা আবার ছাড়া পেয়ে গেছে আর সেই কারণেই পুনরায় এই ধরনের চুড়ি কাণ্ড সংঘটিত হচ্ছে। তবে সাধারণ মানুষ বলছে তাদের কঠোর হস্তে দমন না করার হলে এই ধরনের কান্ড উত্তরোত্তর বৃদ্ধি পাবে তা সহজেই অনুমেয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য