বিশালগড় প্রতিনিধি,শাহিনুর চৌধুরী। ২৮শে ডিসেম্বর। বিগত ৭-১১-২০২৫ তারিখে বিশালগড় মহকুমা অন্তগর্ত বিশালগড় নিউমার্কেট গরুবাজারস্হিত কিছু লোক বি এস এফের গাড়িতে আক্রমণ করে এবং সরকারি সম্পত্তির তথা বি এস এফের গাড়ি ভাংচুর ঘটনায় সংঘটিত করে।এই ঘটনার পরিপেক্ষিতে বিগত ০৭-১১-২৫ ইং তারিখে বিশালগড় থানার একটি মামলা রুজু করা হয়।মামলা নং ১০৪/২০২৫, এই হামলা এবং আক্রমণ ঘটনায় রবিবার আরেক অভিযুক্ত রবিউল হোসেনকে বিশালগড় থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।



