Saturday, December 27, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদপ্রকৃতির কোলে বসে প্রকৃতির ছবি অন্কন করতে ব্যাস্ত খোয়াই চিত্রবানী অন্কন স্কুলের...

প্রকৃতির কোলে বসে প্রকৃতির ছবি অন্কন করতে ব্যাস্ত খোয়াই চিত্রবানী অন্কন স্কুলের কচি কাচারা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৭শে ডিসেম্বর..…..প্রকৃতির উপর কোন সৌন্দর্য জিনিস এই ধরাতে নেই। তাইতো প্রকৃতির প্রমিরা প্রায় সময় প্রকৃতির দৃশ্য উপভোগ করতে তাদের কেমেরা আর ঝোলা নিয়ে বেড়িয়ে পরে প্রকৃতির টানে বিভিন্ন জায়গায় ছবি তোলার নেশায়।তেমনই ভাবে প্রকৃতির সাথে পরিচয় করাতে এক অঙ্কন স্কুলের শিক্ষক প্রকৃতির কোলে বসিয়ে উনার ছাত্র ছাত্রীদের প্রকৃতির সাথে পরিচয় করিয়ে প্রকৃতির সেই অপুরূপ দৃশ্যের রং তাদের রং তুলির মাধ্যমে ক্যানভাসে ফুটিয়ে তোলার জন্য শিক্ষা প্রদান করছেন।তেমনটাই দৃশ্য চোখে পরল শনিবার বিকেলে খোয়াই অরবিন্দ পার্কের সংলগ্ন খোয়াই নদীর বাঁধের পারে সংবাদ সংগ্রহের কাজে বেরিয়ে সেই দৃশ্যটা চোখে পরল, কথায় বলেনা ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। উৎসুক হয়ে জানতে চাইলাম এই ধরনের বহীর বিভাগে চিত্রাঙ্কন কেন ?তখন খোয়াই অরবিন্দ পার্ক স্থিত চিত্রবানী অন্কন স্কুলের প্রতিষ্ঠাতা তথা শিক্ষক অমল নাথ সর্মা জানান প্রতি মাসের শেষের দিকে তিনি এই ধরনের ক্লাসের ব্যবস্থা করেন। তেমনিভাবে শনিবার দুপুরে খোয়াই অরবিন্দ পার্ক স্থিত খোয়াই নদীর বাঁধের পারে উনার অন্কন স্কুলের ১৫২ জন ছাত্র ছাত্রীদের নিয়ে প্রকৃতির কোলে বসিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে তাকে কেনভাসে তুলার প্রচেষ্টা করছেন। যাতে করে ছাত্র ছাত্রীরা প্রকৃতিকে উপলব্ধি করতে পারে এবং প্রকৃতির রং রূপ তাদের কেনভাসে ফুটিয়ে তুলতে পারে এবং প্রকৃতির সাথে পরিচয় হতে পারে। তাছাড়া প্রকৃতির উপর যেন তাদের দৃষ্টি, আকর্ষন ও ভালোবাসাটা গভীর হয়। পাশাপাশি এই সুন্দর প্রকৃতির রক্ষার জন্য আগামী দিন দায়িত্ব পালন করে। তাছাড়া গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে তিনি ছাত্র ছাত্রীদের এই ধরনের শিক্ষা প্রদান করেন। তাতে তারা প্রকৃতির মূল ধারার সাথে যুক্ত হতে পারে ওটাই উনার উদ্দেশ্যে বলে জানান খোয়াই চিত্রবানী অন্কন স্কুলের প্রতিষ্ঠাতা তথা শিক্ষক অমল নাথ শর্মা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four + 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য