গোপেশ রায় তেলিয়ামুড়া,
সামাজিক দায়িত্ববোধ আর মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল তেলিয়ামুড়ার নিউস্টার ক্লাব। ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী মেগা স্বাস্থ্য শিবির, যেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত এলাকার শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের সুবিধা গ্রহণ করেন।
শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিক সকলেই এই শিবিরে এসে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। ক্লান্তিহীনভাবে সেবা দিয়ে গেছেন চিকিৎসক ও স্বেচ্ছাসেবকরা। ক্লাবের সম্পাদক সুমন ঘোষ ও প্রচার সম্পাদক সঞ্জিত কুমার দাস সহ অন্যান্য সদস্যরা ছিলেন শিবিরের প্রতিটি পর্বে সক্রিয়।
সুমন ঘোষ বলেন, আমরা বিশ্বাস করি, সমাজের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধ থেকেই এই আয়োজন। ভবিষ্যতেও আমরা এমন আরও উদ্যোগ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এলাকার মানুষ এই মহৎ প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন। তাঁদের মতে, এই ধরনের স্বাস্থ্য শিবির শুধু শারীরিক সুস্থতাই নয়, সামাজিক সংহতির বার্তাও বহন করে।
চিকিৎসকরাও ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন উদ্যোগ সমাজে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্য ক্লাব ও সংগঠনগুলোরও এগিয়ে আসা উচিত।
নিউস্টার ক্লাব যেন আবারও প্রমাণ করল সামাজিক দায়িত্ব শুধু কথায় নয়, কাজে দেখাতে হয়। এই শিবির ছিল তারই এক উজ্জ্বল উদাহরণ।



