Friday, December 26, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই–রাধানগর স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ে অতিষ্ঠ যাত্রী থেকে সাধারণ জনগণ

খোয়াই–রাধানগর স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ে অতিষ্ঠ যাত্রী থেকে সাধারণ জনগণ

দীর্ঘদিন ধরেই খোয়াই–আগরতলা সড়কে অতিরিক্ত যাত্রী ভাড়া আদায়ের অভিযোগ উঠে আসছে। বিশেষ করে আগরতলার রাধানগর স্ট্যান্ডে বিকেল চারটার পর থেকে বিভিন্ন যানবাহনের  চালকরা যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা আদায় করছে বলে অভিযোগ। যান চালকদের দাবি, আগরতলা থেকে খোয়াই কিংবা কমলপুর রুটে যাতায়াতকারী গাড়িগুলি পরবর্তী সময়ে ফেরার পথে যাত্রী পায় না। এই যুক্তি দেখিয়ে যাত্রীদের কাছ থেকে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ।

এর ফলে কলেজ পড়ুয়া, নিত্যযাত্রী, অফিসযাত্রী, রোগীর আত্মীয়-পরিজনসহ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কেউ প্রতিবাদ করতে গেলে গাড়িতে না তোলার হুমকি দেওয়া হয় ‌।এই আশঙ্কায় অধিকাংশ যাত্রীই মুখ বুঝে বাড়তি ভাড়া দিতে বাধ্য হচ্ছেন।

তবে এই বিষয়ে এক যাত্রী সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে প্রকাশ্যে নিজের ভোগান্তির কথা তুলে ধরেছেন। এই প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছে খোয়াই–কমলপুর–আগরলা রুটে যাত্রীদের উপর চলা বেলাগাম ভাড়া আদায় বন্ধ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য