Monday, December 22, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদগৌ মাতার উপর এসিড নিক্ষেপের সুষ্ঠ বিচারের আশায় সংবাদমাধ্যমের সন্মুখিন হলেন গৌ...

গৌ মাতার উপর এসিড নিক্ষেপের সুষ্ঠ বিচারের আশায় সংবাদমাধ্যমের সন্মুখিন হলেন গৌ পালক।

ঘটনার বিবরনে জানাযায় গত অক্টোবরমাসের ৫ তারিখ জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের অধীনে মধ্যপিলাক গ্রামের নগেন্দ্র সরকার পাড়ার বাসিন্দা হিরালাল মজুমদার উনার গৃহপালিত গৌ মাতাকে বাড়ীর পাশ্ববর্তী জায়গায় মৃদুল সরকারের জমীর পাশে বেঁধে রাখে। পরবর্তী সময় গরুটি আনার সময় দেখাযায় গৌমাতার গায়ে কিছু ক্ষত বিক্ষত হয়েরয়েছে। কিসের জন্য এমন ক্ষত সৃষ্টিহয়েছে তা জানার জন্য পশু চিকিৎসকের নিকট গৌ মাতাকে নিয়েগেলে জানতেপারে এসিড নিক্ষেপের জন্য এমনহয়েছে। এইভাবে গৌ মাতার উপর এসিড নিক্ষেপের সুষ্ঠ বিচারের আশায় তিনি বিষয়টি স্থানীয় নেতৃত্ব সহ স্থানীয় লোকজনদের জানিয়েছেন। এই বিষয়ে কোনোপ্রকার সুষ্ঠ বিচার নাপেয়ে অবশেষে ঘটনার সাথে জরিতদের চিহ্নিত করে শাস্তি প্রদানের দাবীতে সংবাদ মাধ্যমের সন্মুখিন হন হিরালাল মজুমদার। তিনি সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে সমস্ত ঘটনার বিবরন তুলেধরেন ও ঘটনারসাথে জরিতদের চিহ্নিত করে প্রসাশন যেন শাস্তিপ্রদানকরে তার দাবীকরেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 − nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য