Sunday, December 21, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদমুখ্যমন্ত্রীর হাত ধরে খোয়াইতে উদ্বোধন হতে চলেছে শ্যামাপ্রসাদ মুখার্জির অআবক্ষয় মূর্তি ও...

মুখ্যমন্ত্রীর হাত ধরে খোয়াইতে উদ্বোধন হতে চলেছে শ্যামাপ্রসাদ মুখার্জির অআবক্ষয় মূর্তি ও পার্কের।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২০শে ডিসেম্বর…..আগামী ২৩ ডিসেম্বর মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার হাত ধরে উদ্বোধন হতে চলেছে খোয়াই এর টিকে ডিকে রোড স্থিত তবলা চৌমুহনীতে নবনির্মিত শ্যামাপ্রসাদ পার্ক এবং শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠান। আগামী ২৩ শে ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে অনুষ্ঠিত হবে এই কর্মসূচি। এই অনুষ্ঠান কে কেন্দ্র করে খোয়াই পুর পরিষদের কর্মীরা সবকিছু সুন্দরভাবে সম্পূর্ণ করার স্বার্থে প্রতিদিন কাজ করে যাচ্ছেন এই উৎভোধন কে কেন্দ্র করে এই গোটা বিষয়টি নিয়ে শনিবার দুপুরে খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাগ শর্মা বিস্তারিতভাবে সংবাদ মাধ্যমকে জানান । তিনি এও বলেন শ্যামাপ্রসাদ মুখার্জী পার্কটিতে একটি সেলফি পয়েন্ট ও তৈরি করা হয়েছে। পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের জন্য একটি ফুড পার্ক তৈরি করা হয়েছে। ই ফুট পার্কে পাঁচটি স্টলের ব্যবস্থা করা হয়েছে। ঐদিন অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রীর হাত ধরে ফুড পার্কের স্টলের চাবিগুলি পাঁচজন বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা। এই অনুষ্ঠানটিকে সুন্দর এবং সাফল্যমন্ডিত করে তোলার জন্য বিগত বেশ কিছুদিন ধরে খোয়াই পুর পরিষদের উদ্যোগ রাত দিন কাজ চলছে। পাশাপাশি ওই সেলফি পয়েন্ট-এর পার্ক টিকর সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের লাইট এবং ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে। এক কথায় অবসরকালীন সময়ে বিনোদনের জন্য এই পার্কটিকে তৈরি করা হয়েছে খোয়াই পুর পরিষদের পক্ষ থেকে এবং এই পার্টি খোয়াই বাসির জন্য উৎসর্গ করা হবে বলেন তিনি জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য