Sunday, December 21, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদজাতীয় টিকাকরণ দিবসকে কেন্দ্র করে খোয়াই জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে প্রেস মিট।

জাতীয় টিকাকরণ দিবসকে কেন্দ্র করে খোয়াই জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে প্রেস মিট।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২০শে ডিসেম্বর..….একুশে ডিসেম্বর অর্থাৎ রবিবার দিনটি হল জাতীয় টিকাকরণ দিবস। এই দিবস কে কেন্দ্র করে চলেছে খোয়াই জেলাভিত্তিক জাতীয় টিকাকরণ অনুষ্ঠান। এই দিবসকে সামনে রেখে শনিবার বিকেলে জেলা স্বাস্থ্য আধিকারিক এর পক্ষ থেকে এক প্রেস মিটের আয়োজন করা হয় খোয়াই ধলাবালি স্থিত চিফ মেডিকেল অফিসারের কনফারেন্স হলে।উক্ত প্রেস মিটে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার বিক্রম দেববর্মা। প্রেস মিট করতে গিয়ে তিনি জানান একুশে ডিসেম্বর টি হলো জাতীয় টিকাকরণ দিবস। এই দিবসকে সামনে রেখে খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিক এর পক্ষ থেকে জেলা ভিত্তিক ২১ একুশে ডিসেম্বর থেকে ২৩শে ডিসেম্বর পর্যন্ত এই টিকা করন অনুষ্ঠান চলবে। তাতে রয়েছে জন্মের পর থেকে ৫ বছরের নিচে শিশুদের এই টিকা কারণে আওতায় আনা হবে। এর মধ্যে জেলা ভিত্তিক টিকাকরণ অনুষ্ঠানটি হবে খোয়াই উত্তর চেবরি প্রাথমিক হাসপাতালে। জেলাভিত্তিক এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন জেলাশাসক রজত পন্থ সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। যদি একুশে ডিসেম্বর কোন শিশু টিকা গ্রহণ করতে না পারে তাহলে তাদেরকে বায়ু এবং ২৩ ডিসেম্বর বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন স্বাস্থ্যকর্মী আশা কর্মী এবং ভলেন্টিয়াররা ওই শিশুদের পারিবারিক টিকাকরণ অনুষ্ঠানটি সম্পন্ন করবে। তার জন্য বিভিন্ন হাসপাতালের কর্মী, আশা কর্মী, বিভিন্ন ধরনের ভলেন্টিয়ার সহ এমন প্রচুর সংখ্যক কর্মী রয়েছেন যারা এই জাতীয় টিকাকরণ অনুষ্ঠানটি সুসম্পন্নভাবে করতে পারে। উদ্দেশ্য একটাই এই টিকা করণের মাধ্যমে পোলিও রোগ দূর হয় । এই রোগ যাতে দেখা না দিতে পারে তার জন্য এই টিকাকরণ যদিও দেশে এই ধরনের টিকাটানের পরও একটি ঘটনা ঘটেছিল যে কোন শিশু পোলিও আক্রান্ত হয়েছে। তাছাড়া আর কোন নজীর বিহীন ঘটনা নেই দেশে। এরপরও প্রত্যেকটি শিশুকে সুরক্ষা প্রদান করতে প্রতিবছর এই টিকাকরণ দিবসটিকে পালন করা হয়। তাছাড়া ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র থেকেও এই রোগ যাতে ভারতে প্রবেশ না করতে পারে সেই দিক দিয়ে বিচার করেও এই টিকা করনের ব্যবস্থা করা হয় । কারণ ভারতবর্ষের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান,আফগানিস্তান , নেপাল ভুটান এবং বাংলাদেশে এই ধরনের রোগের প্রাদুর্ভাব কিছু কিছু দেখা যায় বলে জানান মেডিকেল অফিসার বিক্রম দেববর্মা। তাই দেশব্যাপী টিকাকরণ অনুষ্ঠানে পাঁচ বছরের নিচে সমস্ত শিশুদের টিকাকরণ করার জন্য খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিকদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের দ্বারা খোয়াই জেলা বাসিকে এ তথ্য দেওয়ার জন্য অনুরোধ রাখেন। যাতে করে প্রত্যেকটি শিশু এই টিকাকরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের ভবিষ্যৎ রক্ষা করে সেই আবেদন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য