বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২০শে ডিসেম্বর…. শনিবার সকালে সড়ক দুর্ঘটনার কারণে গুরুতর ভাবে আহত হন খোয়াই তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মরত সাংবাদিক টিংকু আচার্য।
ঘটনার বিবরন দিয়ে খোয়াই তথ্য ও সংস্কৃতি দপ্তরে কর্মরত সাংবাদিক টিংকু আচার্য্য জানান তিনি ওনার বাড়ি তেলিয়ামুড়া থেকে খোয়াই নিজ কর্মস্থল অর্থাৎ তথ্য ও সংস্কৃতি দপ্তরে আসার পথে খোয়াইয়ের চেবরী পেত্নী ছড়া এলাকাতে একটি টমটম উনার বাইকে ধাক্কা দেন। এতে তিনি বাইক থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর ভাবে আহতন। আহত অবস্থায়ই তিনি দমকল দপ্তরের খবর পাঠালে দমকলের কর্মীরা এসে ওনাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। উনার চিকিৎসা চলছে খোয়াই জেলা হাসপাতালে । ওনার হাটুতে আঘাত লেগছে বলে চিকিৎসকরা জানান।



