Friday, December 19, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদসীমান্তবর্তী এলাকা পরিদর্শনে রাজ্যপাল, মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়

সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে রাজ্যপাল, মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়

বক্সনগর প্রতিনিধি :-
রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু শুক্রবার সিপাহিজলা জেলার বক্সনগর আর.ডি. ব্লকের বিভিন্ন গ্রাম, সীমান্তবর্তী এলাকা, স্বাস্থ্যকেন্দ্র ও স্বসহায়ক দল পরিদর্শন করেন। দিনব্যাপী এই সফরকালে তিনি প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ও নাগরিক পরিষেবা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
সফরসূচির শুরুতেই রাজ্যপাল দয়াল পাড়া এডিসি ভিলেজ এলাকার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে উপস্থিত গ্রামবাসীদের সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারি বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প, সুযোগ-সুবিধা ও পরিষেবা সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠানে জেলা শাসক শ্রী সিদ্ধার্থ শিব জয়সাওয়াল এলাকার ভৌগোলিক অবস্থান, জনজীবন ও সামগ্রিক প্রশাসনিক চিত্র রাজ্যপালের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন।


এদিন রাজ্যপালের সঙ্গে সফরে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক শ্রী তোফাজ্জল হোসেন, জয়েন্ট সেক্রেটারি শ্রী জয়ন্ত, জেলা পুলিশ সুপার শ্রী বিজয় দেববর্মা সহ জেলা ও ব্লক স্তরের একাধিক প্রশাসনিক আধিকারিক। দ্বিতীয় পর্যায়ে, রাজ্যপাল বক্সনগর বিওপি পরিদর্শন করেন। সেখানে গিয়ে টি ব্রেক এর পাশাপাশি, সীমান্ত নিরাপত্তা, নজরদারি ব্যবস্থা ও সীমান্তরক্ষী বাহিনীর কার্যক্রম সম্পর্কে অবগত হন। সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর কলসীমুড়া গ্রাম পঞ্চায়েতের নগর সীমান্ত এলাকায় গিয়ে সীমান্তবর্তী অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দৈনন্দিন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন।


সফরসূচি অনুযায়ী রাজ্যপাল কমলনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রও পরিদর্শন করেন। সেখানে স্বাস্থ্য পরিষেবার মান, চিকিৎসা পরিকাঠামো ও রোগী পরিষেবা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি এন.সি. নগর বিওপি ও সংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শন করে তিনি নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।


রাজ্যপালের এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে সীমান্ত এলাকা সহ সমগ্র অঞ্চলে প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কড়া ও সুসংগঠিত। মাঠ পর্যায়ে এসে সরাসরি মানুষের সঙ্গে কথা বলার মাধ্যমে সমস্যার বাস্তব চিত্র অনুধাবন করায় রাজ্যপালের এই সফর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি করেছে বলে মত স্থানীয়দের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য