রিল পুত্রবধূর কারণে সাংবাদিকের ক্যামেরার সামনে প্রকাশ্যে আত্মঘাতের হুমকি দিল বৃদ্ধ শশুর শাশুড়ি। পুত্র এবং মডার্ন বধূর অত্যাচারে গৃহহীন হতে হয়েছে শশুর শাশুড়িকে।বসত বাড়িসহ সমস্ত জায়গা সম্পত্তি তাদের নামে না করে দেওয়ায় গৃহহীন হতে হয়েছিল বৃদ্ধ দম্পতিকে। একটু আশ্রয়ের আশায় প্রায় তিন মাস যাবত মানুষের দুয়ারে দুয়ারে ঘরছে তারা । এখনও মাথা গোঁজার ঠাঁই কোথাও খুঁজে পায়নি তারা। এ বিষয়ে দফায় দফায় দারস্হ হয়েছে বিশালগড় থানার। কিন্তু এতেও কোন আমল দিচ্ছেনা পুলিশ বাবুরা।এলাকার কয়েকজনের কথা মতে নিজের বাড়িতে থাকতে গিয়েছিল শ্বশুর শাশুড়ি তথা বৃদ্ধ দম্পতি। চলতি মাসের ১৩ ডিসেম্বর তথা শনিবার সন্ধ্যা রাতে নিজ বসত ভিটায় গিয়েছিল তারা। এমতাবস্থায় ছেলে পিন্টু এবং পুত্রবধূ শর্মিষ্ঠা দুজনে মিলে বৃদ্ধ দম্পতিকে অবাচ্য গালিগালাজের পর শারীরিকভাবে হেনস্তা করে। শশুরের জামার কলার এবং প্যান্ট টেনে ছিঁড়ে ফেলে। সঙ্গে থাকা মোবাইলটিও ভাঙা বা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে রিল পুত্রবধূ শর্মিষ্ঠা। অভিযোগ লাথি মারে শশুরের কপালেও। এ বিষয়টিও তারা জানায় থানায়। বৃদ্ধ দম্পতির অভিযোগ থানার পুলিশ বাবুরাও নিয়মিত হয়রানি করছে তাদের। পুলিশ দোষীদের শাস্তি দেবার বদলে উল্টো পক্ষ নিয়ে কথা বলছে তাদের হয়ে। শুধু তা নয় বিচারের আশায় থানায় গেলে সংশ্লিষ্ট থানার সাব ইন্সপেক্টর বানিজয় রিয়াং দম্পতিকে সাহায্যের বদলে চড়া সুড়ে শাসাতে থাকে। অভিযোগ দম্পতিকে ভয় দেখিয়ে বলে পিন্টুর ঘরে সর্বদা ধারালো অস্ত্র থাকে। যেকোনো সময় প্রাণে মেরে ফেলতে পারে। অতএব কোন ঝামেলায় না গিয়ে সমস্ত জায়গা জমি পুত্র এবং বধুর নামে লিখে দিতে বলে অফিসার সাহেব। এমনকি ৭৫ বছরের বৃদ্ধ তথা সিপিএম আমলের প্রধান শিব চরণ লস্করের মুখে মদের গন্ধ রয়েছে কিনা তা বার বার জানতে চায়। পুলিশের এত অপমান না সহ্য করতে পেরে একটা সময়ে থানা থেকে হতাশ হয়ে বেড়িয়ে যায় দম্পতি। আর কোন উপায় খুঁজে না পেয়ে দারস্থ হয় সাংবাদিকের।বার্তা ছড়ায় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে। আগামী ২৪ ঘন্টার মধ্যে আইনি সহায়তা বা উপযুক্ত বিচার না পেলে ৪৮ঘণ্টার মধ্যে আত্মঘাতী হবে বৃদ্ধ দম্পতি। সাংবাদিকের ক্যামেরার সামনে করুন সুরে একথা জানিয়েদিলেন তারা। সমাজের কাছে দাবি রাখেন মরার পর যেন তাদের দাহ করা হয় নিজ বাড়ির উঠোনে । এবারের ঘটনা বিশালগড় থানার দক্ষিণ ব্রজপুরে।



