Wednesday, December 17, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদইট ভাট্টার চুল্লীর নিচে পড়ে নিহত ৩ আহত ৪ শ্রমিক

ইট ভাট্টার চুল্লীর নিচে পড়ে নিহত ৩ আহত ৪ শ্রমিক

আজ কমলপুর মহকুমার অপরেস্কর এ বি সি ইট ভাট্টায় আগুন দেওয়ার ও পুজো করার দিন ছিল। সেই মতো ব্রম্মা পুজো সহ অনুসঙ্গিক পুজোর প্রস্তুতি চলছিল। চুল্লিতে আগুন দিতেই চুল্লি ভেঙে পড়ে। আর এই চুল্লির নিচে পড়ে তিনজন শ্রমিক নিহত হয় ও চারজন আহত হয়।অনেককে ড্রজার দিয়ে ইটের নিচ থেকে বের করা হয়। নিহত ও আহতদের অগ্নি নির্বাপক গাড়ি ও অ্যাম্বুলেন্স গিয়ে হাসপাতালে নিয়ে আসে। নিহত দুইজন এলাকার বাসিন্দা। একজন ঝাড়খন্ডের শ্রমিক। আহতরা বহিরাজ্যের শ্রমিক। নিহতরা হলেন সুবল দেবনাথ (৫৫), পিংকু শীল (৩৭), অনিল গৌতম (৪৯)। আহত চারজন হলেন বিধু শর্মা (৪৫), সন্তোষ গুপ্তা (২৮), হারকিস চৌহান (৫০), হারকিস সরোজ(৪০)।
আহতদের উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকার বিধায়ক মনোজ কান্তি দেব প্রথমে হাসপাতালে এবং পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে যান। এদিকে ধলাই জেলা পুলিশ সুপার মিহিরলাল দাস কমলপুর বি এস এম হাসপাতালে ছুটে আসেন ও ঘটনা স্থলে যান। আজকের ঘটনা সম্পর্কে ABC ইট ভাট্টার ম্যানেজার শংকর কান্তি দেব বিস্তারিত বলেন। বাইট :-মনোজ কান্তি দেব ও এস পি মিহিরলাল দাস ও ABC ইট ভাট্টার ম্যানেজার শংকর কান্তি দেব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য